Israel-Palestine Conflict: অন্ধকারে 'ডুবিয়ে', গাজাকে 'খাদ্যশূণ্য' করার নির্দেশ ইজরায়েলের

ইজরায়েলের হামলার জেরে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রে অন্ধকার নেমে আসতে পারে। আগেই সতর্ক করা হয়েছে। এবার বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে যাতে গাজাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয় সেনা বাহিনীকে সেই নির্দেশ দেয় ইজরায়েল সরকার।

Israel Army (Photo Credit: Twitter)

হামাসের নৃশংস হামলার পর এবার গাজায় পালটা হানাদারি শুরু করে ইজরায়েল। ইজরায়েল-প্যালেস্তাইন হামলা পালটা হামলায় এবার নয়া নির্দেশ দেল বেঞ্জামিন নিতিনইয়াহু সরকার। গাজায় যাতে কেউ ছাড়া না পায়, এবার তেমনই নির্দেশ দেওয়া হল ইজরায়েলের সেনা বাহিনীকে। হামাস নিয়ন্ত্রিত গাজার বুকে যেমন অন্ধকার নামিয়ে আনার কথা বলা হল, তেমনি খাদ্য শূণ্য করার নির্দেশ দিল ইজরায়েল। প্রসঙ্গত ইজরায়েলের হামলার জেরে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রে অন্ধকার নেমে আসতে পারে। আগেই সতর্ক করা হয়েছে। এবার বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে যাতে গাজাকে অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয় সেনা বাহিনীকে সেই নির্দেশ দেয় ইজরায়েল সরকার। শুধু তাই নয়, হামাস নিয়ন্ত্রিত গাজাকে খাদ্যশূণ্য করে দেওয়ারও নির্দেশ দেয় ইজরায়েল।

আরও পড়ুন: Israel-Palestine War: ইজরায়েলের হামলায় গাজায় প্রায় সম্পূর্ণ বিপন্ন হতে পারে জনজীবন, আশঙ্কা

প্রসঙ্গত ২০০৭ সালে প্যালেস্তাইনের কাছ থেকে গাজায় ক্ষমতা দখল করে হামাস। তখন থেকেই ইজরায়েল সেনা এবং হামাসের মধ্যে দ্বন্দ্ব আরও প্রকাশ্যে আসতে শুরু করে।