Israel: অভিশপ্ত ৭ অক্টোবর আড়াই হাজার হামাস জঙ্গি ঢুকেছিল ইজরায়েলে!
ইজরায়েলের ইতিহাসে অন্ধকারতম একটা দিন। ঠিক এক সপ্তাহ আগে, শুক্রবার বর্ডারের কাঁটাতার ছিঁড়ে, আকাশে ফানুসে চড়ে এসে ইজরায়েলে ঢুকে পড়ে হত্যালীলা চালিয়েছিল হামাস জঙ্গিরা
অভিশপ্ত ৭ অক্টোবর। ইজরায়েলের ইতিহাসে অন্ধকারতম একটা দিন। ঠিক এক সপ্তাহ আগে, শুক্রবার বর্ডারের কাঁটাতার ছিঁড়ে, আকাশে ফানুসে চড়ে এসে ইজরায়েলে ঢুকে পড়ে হত্যালীলা চালিয়েছিল হামাস জঙ্গিরা। ইজরায়েলে ঢুকে পড়ে হামাস জঙ্গিরা মহিলা থেকে শিশু, সাধারণ মানুষ, বৃদ্ধ-বৃদ্ধা হাতের সামনে যাদের পেরেছে হত্য়া করেছে। আবার বহু অসহায় মানুষদের বন্দুকের ভয় দেখিয়ে অপহরণ করে ইজরায়েল থেকে গাজায় পণবন্দি করে নিয়ে গিয়েছে। হামাসের এই অতর্কিত হামলায় হাজারেরও বেশী ইজরায়েলির প্রাণ গিয়েছে। সেদিন ইজরায়েলের রাস্তায় রাস্তায় ছোট কামান, বন্দুক হাতে ঘুরছিল হামাসের জঙ্গিরা। হত্যালীলা সেরে সেসব জঙ্গিদের অনেকেই আবার লেবানন বা গাজায় ফিরে গিয়েছিলেন।
কিন্তু সেই ৭ অক্টোবর ঠিক কতজন হামাস জঙ্গি ইজরায়েলে ঢুকেছিল? ইজরায়েলের সেনা প্রাথমিক তদন্তের পর জানাল, আড়াই হাজারের মত হামাস জঙ্গি সেদিন তাদের দেশে ঢুকে হত্যালীলা চালিয়েছিল। গোয়েন্দা ব্যর্থতা যে ছিল তা স্বীকার করে নিয়েছে ইজরায়েল। হামাস জঙ্গিরা আরও তিন-চার ঘণ্টা থাকলে মৃতের সংখ্যা আরও পাঁচ গুণ হত বলে আশঙ্কা।
দেখুন ভিডিয়ো
এদিকে, ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ইজরায়েল-হামাস যুদ্ধে ২,৮০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে অনুমান। যুদ্ধ যখন ৬ দিনে পড়ল, সেই সময় মৃতের সংখ্যা দেখে ভয় পেতে শুরু করেছেন প্রায় গোটা বিশ্ববাসী। ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে ২ তরফেরই একাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে গাজা থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার কথা জানানো হয় ইজরায়েলের তরফে। হামাসকে নিশ্চিহ্ন করতে গাজায় হামলা চলবে। ফলে সেখান থেকে যাতে সাধারণ মানুষরা সরে যান, সে বিষয়ে আবেদন জানানো হয় ইজরায়েলি সেনার তরফে।