Israel-Hamas Conflict: হামাস অস্ত্র ফেলে দিলে আমরাও যুদ্ধবিরতি ঘোষণা করব, স্পষ্ট জানিয়ে দিলেন ইজরায়েলের রাষ্ট্রদূত

শনিবার সকালেই ইজরায়েল হামলা চালিয়েছে ইরানে। অন্যদিকে দিনকয়েক আগে হামাস (Hamas) প্রধানকেও খতম করে তেল আভিভ।

Hamas (Photo Credit: Twitter)

শনিবার সকালেই ইজরায়েল (Israel) হামলা চালিয়েছে ইরানে (Iran)। অন্যদিকে দিনকয়েক আগে হামাস (Hamas) প্রধানকেও খতম করে তেল আভিভ। সবমিলিয়ে মধ্যপ্রাচ্যের একাংশে এখন অস্বস্তিকর পরিস্থিতি। যে কোনও সময়ে বড়সড় যুদ্ধ লাগার আশঙ্কা রয়েছে। তবে অনেক দেশই চাইছে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক বৈঠকের মাধ্যমে এই সমস্যার সমাধান করা হোক। এই প্রস্তাব প্রথম ভারতের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। তবে এই প্রক্রিয়াও যে খুব শীঘ্রই হবে না, শনিবার এমনটাই বোঝা গেল ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজারের কথায়। তার মতে, হামাস অস্ত্র রেখে গাজা ছাড়লেই যুদ্ধবিরতি করবে ইজরায়েল।

এদিন তিনি ভারতকে জানান, ইজরায়েল যুদ্ধবিরতির পক্ষেই রয়েছে। তবে হামাসকে অস্ত্র রাখতে হবে এবং বন্দিদের ছেড়ে দিতে হবে। আমরা গাডা উপত্যকা থেকে তাঁদের নিরাপদে প্রস্থান করানোর জন্য সমস্ত পদক্ষেপ নেব। আমরা উত্তরে এমন একটি ব্যবস্থা করতে চাই, যার মাধ্যমে ওই এলাকাগুলি আরও সুরক্ষিত রাখা যায়। যদি ওরা আমাদের দাবি মেনে নেয়, তাহলে আবারও গোটা দেশে সবকিছু স্বাভাবিক হবে বলে আমাদের বিশ্বাস।