Israel-Iran War: ইরানের সেনা ঘাঁটিতে হামলা, চোখ তুলে তাকালে রক্ষা নেই তেহরানের, হুমকি ইজরায়েলের

গত সপ্তাহে ইরানের সেনা ছাউনি এবং বায়ু সেনার ক্যাম্পে হামলা চালানো হয়েছে বলে ইজরায়েল দাবি করেছে। তবে ইরানের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ইজরায়েলের হামলার জেরে ক্ষয়ক্ষতির ভারটা কত, সেই পরিসংখ্যান করতেই তেহরান এখনও ব্যস্ত বলে জানানো হয়েছে।

Benjamin Netanyahu (Photo Credit: Instagram)

দিল্লি, ৩১ অক্টোবর: ইজরায়েলে (Israel) হামলা চালালে রক্ষা নেই তেহরানের (Tehran)। কোনওভাবে ইরানকে (Iran) ছেড়ে দেওয়া হবে না। এভাবেই ফের সুর চড়াল বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।  ইজরায়েলের দিকে কোনও মিসাইল ছুটে এলে, ইরানের রক্ষা নেই বলেও স্পষ্ট জানিয়েছে আইডিএফ। গত সপ্তাহে ইরানে যে হামলা চালায় ইজরায়েল, তার জেরে কত ক্ষয় ক্ষতি হয়েছে, তার হিসেবও এখনও তেহরান করছে। গত সপ্তাহে ইরানের সেনা ছাউনি এবং বায়ু সেনার ক্যাম্পে হামলা চালানো হয়েছে বলে ইজরায়েল দাবি করেছে। তবে ইরানের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ইজরায়েলের হামলার জেরে ক্ষয়ক্ষতির ভারটা কত, সেই পরিসংখ্যান করতেই তেহরান এখনও ব্যস্ত বলে জানানো হয়েছে।

হামলার পর ইজরায়েলের তরফে জানানো হয়, ইরানের প্রায় ৩০০ সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়। সেই সঙ্গে তেহরানে যে ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, সেখানেও হামলা চলেছে। ফলে ক্ষয়ক্ষতির ভরপাই করতে গিয়ে ইরান যেন কোনওভাবে যেন কোনওভাবে আর হামলার কথা না ভাবে বলে জানানো হয়।



@endif