Israel-Iran War: যুদ্ধ পরিস্থিতির উপর কড়া নজর; ইরান, ইজরায়েলে যাবেন না, দিল্লির অ্যাডভাইজ়রি

মঙ্গলবার ইজরায়েলের দিকে পরপর ২০০টি মিসাইল ছোঁড়ে ইরান। এরপর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ পালটাতে শুরু করেছে। ইজরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জরেই এবার পালটা কড়া সতর্কতা জারি করা হয় দিল্লির তরফে।

Israel-Iran War (Photo Credit: X)

দিল্লি, ২ অক্টোবর: হেজবুল্লার (Hezbollah) সঙ্গে যুদ্ধের পালটা এবার ইজরায়েলের (Israel) দিকে একের পর এক মিসাইল ছুঁড়তে শুরু করেছে ইরান (Iran)। ফলে গাজা, ইজরায়েলের সঙ্গে লেবানন এবং ইরানের পরিস্থিতিও ক্রমশ পালটাতে শুরু করেছে। মধ্য প্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার কড়া নজরদারি শুরু করেছে ভারত। মধ্য প্রাচ্যে যে ভারতীয়রা (Indian) রয়েছেন, তাঁদের প্রতি বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে অ্যাডভাইজ়রি। বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, মধ্য প্রাচ্যের পরিস্থিতির উপর  কড়া নজর রাখা হয়েছে। সেখানকার পরিস্থিতি কেমন, তা প্রতি সব সময় সজাগ দৃষ্টি দিল্লির রয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার ইজরায়েলের দিকে পরপর ২০০টি মিসাইল ছোঁড়ে ইরান। এরপর থেকেই যুদ্ধ পরিস্থিতি ক্রমশ পালটাতে শুরু করেছে। ইজরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার জরেই এবার পালটা কড়া সতর্কতা জারি করা হয় দিল্লির তরফে।

ইরানের পাশাপাশি ইজরায়েলে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফেও জানানো হয়েছে যে অতি প্রয়োজন না হলে, যেন সেখান ভারতীয়রা না যান।