Israel-Iran War: ইজরায়েলের হালায় নিহত প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর প্রধান, দাবি IDF এর

হেজবুল্লা জঙ্গিদের প্রধান ওয়াফিক সাফাকে নিশানা করেই বেরুইটে হামলা চালায় ইজরায়েল। তবে ইজরায়েলের হামলায় কোনওভাবে ওয়াফিক সাফাতে খতম করা যায়নি বলে খবর।

Lebanon Airspace (Photo Credit: X)

দিল্লি, ১১ অক্টোবর: ফের হামলা শুরু করেছে ইজরায়েল (Israel)। এবার বোমারু বিমানের হামলায় আতঙ্ক ছড়াল লেবাননে (Lebanon)। এবার ইজরায়েলি (IDF) সেনার হামলায় বেরুইটে পরপর ২২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে আহত ১১৭ জন। হেজবুল্লা জঙ্গিদের প্রধান ওয়াফিক সাফাকে নিশানা করেই বেরুইটে হামলা চালায় ইজরায়েল। তবে ইজরায়েলের হামলায় কোনওভাবে ওয়াফিক সাফাতে খতম করা যায়নি বলে খবর। ইজরায়েলের হামলার সময় বেরুইটের ওই বহুতলে ছিল না হেজবুল্লা প্রধান ওয়াফিক সাফা। ফলে হেজবুল্লা প্রধান নিহত হয়নি বলে খবর। হেজবুল্লা প্রধানের মৃত্যু না হলেও, বেরুইটের ওই বহুতল থেকে পরপর মৃত্যু খবর আসতে শুরু করে।

লেবাননের মত করে গাজায়ও (Gaza) হামলা চলে একটানা। গাজায় হামলার জেরে প্যালেস্তিনীয় (Palestine) জঙ্গি প্রধান অর্থাৎ হামাসের প্রধানকে খতম করা হয়ছে বলে দাবি ইজরায়েলি বাহিনীর। গাজায় হামলার জেরে সেখানেও ২৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে এক শিশু এবং ৭ মহিলা রয়েছেন বলে খবর।



@endif