Israel-Iran War: একের পর এক মিসাইল হামলা ইরানের, ভয়ে সিঁটিয়ে ইজরায়েলে থাকা ভারতীয়রা
নীলব্জ রায় চৌধুরী নামে এক পড়ুয়া তেল আভিভে রয়েছেন। কলকাতার বাসিন্দা নীলাব্জ জানান, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তাঁরা ভয়ে সিঁটিয়ে রয়েছেন বলে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান নীলাব্জ।
দিল্লি, ৩ অক্টোবর: ইজরায়েলে (Israel) বসবাসকারী ভারতীয়দের ভয়ে রয়েছেন। ইরান (Iran) যেভাবে এক নাগাড়ে মিসাইল হামলা শুরু করেছে, তার জেরে ভয়ে সিঁটিয়ে রয়েছেন ইজরায়েলে বসবাসকারী ভারতীয়রা (Indian)। ইজরায়েলে বর্তমানে যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের অনেকেই ভিডিয়ো শেয়ার করেন। যে ভিডিয়োতে ইরান থেকে একের পর এক মিসাইল উড়ে আসছে বলে দেখা যায়।
নীলব্জ রায় চৌধুরী নামে এক পড়ুয়া তেল আভিভে রয়েছেন। কলকাতার বাসিন্দা নীলাব্জ জানান, পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তাঁরা ভয়ে সিঁটিয়ে রয়েছেন বলে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান নীলাব্জ। তিনি আরও জানান, কয়েকদিন আগে এক বন্ধুর বাড়ির পাশে এসে মিসাইল আছড়ে পড়ে। যে ফুটেজ সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। বন্ধুর বাড়ির কাছে যেভাবে মিাইল আছড়ে পড়ে, তা তাঁর বাড়িতেও হতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন কলকাতার ওই পড়ুয়া। যতদিন তাঁরা ইজরায়লে রয়েছেন, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন কখনও হতে হয়নি বলেও জানান নীলাব্জ।
আরও পড়ুন: Israel-Iran War: যুদ্ধ পরিস্থিতির উপর কড়া নজর; ইরান, ইজরায়েলে যাবেন না, দিল্লির অ্যাডভাইজ়রি
তেলাঙ্গানা থেকে ইজরায়েলে কর্মসূত্রে যাওয়া এক ব্যক্তিও মিসাইল হামলার ভিডিয়ো শেয়ার করেন। যা দেখে আঁতকে ওঠেন অনেকে।