Israel-Iran War: যুদ্ধের বছর ঘুরতেই কড়া বার্তা নেতানিয়াহুর, '৭ অক্টোবরের মত হামলা আর হবে না'
হামাসের সঙ্গে যুদ্ধের পর এবার ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার (Hezbollah) বিরুদ্ধে শুরু হয় যুদ্ধ। হামাসের সমর্থনে হেজবুল্লা হামলা শুরু করলে, ইজরায়েল পালটা হানাদারি চালায় দক্ষিণ লেবাননে।
দিল্লি, ৭ অক্টোবর: গত বছর ৭ অক্টোবর ইজরায়েলে (Israel) হামলা চালায় হামাস (Hamas)। হামাসের হামলার পরপরই ইজরায়েল পালটা গাজায় হানাদারি শুরু করে। সেই থেকে এ পর্যন্ত, এক বছর অতিক্রান্ত ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের। ইজরায়েলে হামাসের হামলার এক বছর অতিক্রান্ত হতেই এবার মুখ খুললেন বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। গত ৭ অক্টোবর ইজরায়েলে যে হামলা হয়েছে, ওই ধরনের হামলা আর কখনও হবে না বলে কড়া বার্তা দেন নেতানিয়াহু। অর্থাৎ গত বছর হামাস যে নৃশংস হামলা চালিয়েছে ইজরায়েল, তা দ্বিতীয়বার আর কখনও ঘটবে না বলে কড়া বার্তা দেন বেঞ্জামিন নেতানিয়াহু।
আরও পড়ুন: Israel-Iran War: ইজরায়েলে মিসাইল হামলা হেজবুল্লার, প্রাণ গেল একাধিক; দাবি ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর
হামাসের সঙ্গে যুদ্ধের পর এবার ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হেজবুল্লার (Hezbollah) বিরুদ্ধে শুরু হয় যুদ্ধ। হামাসের সমর্থনে হেজবুল্লা হামলা শুরু করলে, ইজরায়েল পালটা হানাদারি চালায় দক্ষিণ লেবাননে। দক্ষিণ লেবাননে হাজবুল্লা জঙ্গিরা লুকিয়ে রয়েছে, এই দাবিতে ইজরায়েল সেখানে হানাদারি চালায়। প্রথমে আকাশ পথে লেবাননে হামলা চালায় ইজরায়েল। পরে দক্ষিণ লেবাননে ঢুকে একের পর এক হেজবুল্লা ঘাঁটি ধ্বংস শুরু করে আইডিএফ। যা নিয়ে ফের উত্তাল হয়ে উঠতে শুরু করে মধ্যপ্রাচ্য।