Israel-Hezbollah War: দক্ষিণ লেবাননে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা, আরও ভয়ঙ্কর যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্য প্রাচ্য
নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে আইডিএফ জানায়, ইজরায়েলি সেনা বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। দক্ষিণ লেবাননে হেজবুল্লার ঘাঁটি শনাক্ত করে সেখানে হামলা চালানো হচ্ছে বলে জানায় আইডিএফ।
দিল্লি, ১ অক্টোবর: লেবাননে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা (IDF)। এবার লেবাননে (Lebanon) প্রবেশ করে হেজবুল্লা (Hezbollah) ঘাঁটি শনাক্ত করে হামলা শুরু করেছে আইডিএফ। মঙ্গলবার দক্ষিণ লেবাননে প্রবেশ করে ইজরায়েলি সেনা বাহিনী। হেজবুল্লা ঘাঁটি ধ্বংস করতে দক্ষিণ লেবাননে (South Lebanon) একের পর এক হামলা আইডিএফ চালাচ্ছে বলে খবর। ফলে লেবাননের পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে। হেজবুল্লার ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ লেবাননেই প্রবেশ করেছে আইডিএফ। ফলে হেজবুল্লার সঙ্গে ইজরায়েলের যুদ্ধ নিয়ে ফের আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তোলপাড়।
নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে আইডিএফ জানায়, ইজরায়েলি সেনা বাহিনী দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। দক্ষিণ লেবাননে হেজবুল্লার ঘাঁটি শনাক্ত করে সেখানে হামলা চালানো হচ্ছে বলে জানায় আইডিএফ। ইজরায়েল (Israel) সীমান্তে যে গ্রামগুলি রয়েছে, লেবাননের সেই অঞ্চলে প্রবেশ করছে আইডিএফ। লেবাননের সীমান্তবর্তী গ্রামে থেকে হেজবুল্লা জঙ্গিরা যাতে কোনওভাবে ইজরায়েলে হামলা চালাতে না পারে, তার জন্য সীমান্ত ঘেঁষা লেবানিজ় গ্রামগুলিতে প্রবেশ করছে নেতানিয়াহুর বাহিনী।
নিজেদের এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনা কী জানাল দেখুন...
হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লার নিহত হওয়ার পর ইরান যদি কোনওভাবে ইজরায়েলে হামলা চালায়, তাহলে তার ফল তেহরানকে ভুগতে হবে বলে সুর চড়ানো হয় পেন্টাগনের তরফে। অর্থাৎ ইজরায়েলের পাশে আমেরিকা সব সময় রয়েছে, তা স্পষ্ট করে দেয় বাইডেন সরকার।