Israel-Hezbollah War: ইজরায়েলের শক্তিশালী সেনা ঘাঁটি ধ্বংস করা হবে, হুঙ্কার হেজবুল্লা জঙ্গিদের
তেল হাইম সেনা ঘাঁটি লেবানন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে। ফলে লেবানন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরের তেল হাইম সেনা ঘাঁটিতে ইজরায়েল হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয়।
দিল্লি, ১৫ নভেম্বর: এবার ইজরায়েলের (Israel) সেনা ঘাঁটিতে হামলা চালানো হবে। হেজবুল্লা (Hezbollah) এবার এমনই হুঙ্কার দিল। ইরান (Iran) সমর্থিত জঙ্গি গোষ্ঠীর তরফে বলা হয়, তেল আভিভে রয়েছে ইজরায়েলের তেল হাইম নামে যে সেনা ঘাঁটি রয়েছে, এবার সেখানেই হামলা চালানো হবে। তেল হাইম সেনা ঘাঁটি লেবানন (Lebanon) সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরে। ফলে লেবানন সীমান্ত থেকে ১২০ কিলোমিটার দূরের তেল হাইম সেনা ঘাঁটিতে ইজরায়েল হামলা চালাবে বলে হুমকি দেওয়া হয়। আল জ়াজিরার সংবাদে এমন খবর প্রকাশ করা হয়। যদিও এই খবর প্রকাশ্যে আসার পর ইজরায়েলের তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।
রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার প্রায় ৩০বার ইজরায়েলে হামলা চালিয়েছে হেজবুল্লা। লেবানন এবং ইজরায়েল সীমান্তে যে শহরগুলি রয়েছে, সেখানেই হেজবুল্লা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়।
অন্যদিকে লেবাননের রাজধানী বেইরুটে যে বিমানবন্দর রয়েছে, সেখানে উড়ান নামার সময় পার্শ্ববর্তী এলাকায় বোমা বর্ষণ করে ইজরায়েল। বিমান যখন রানওয়েতে অবতরণ করচে, সেই সময় আকাশ পথে ইজরায়েল একের পর এক বোমা বর্ষণ শুরু করে। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই কেঁপে ওঠে প্রায় গোটা বিশ্ব।