Hezbollah Attacks Israel School Video: হেজবুল্লার ড্রোনে ভেঙে পড়ছে স্কুল, প্রাণ হাতে নিয়ে শিশুদের রক্ষা শিক্ষিকার, শিউরে ওঠা ভিডিয়ো

গোটা স্কুল তছনছ হয়ে যায় ড্রোনের আঘাতে। কয়েক মুহূর্তের মধ্যে গোটা কিন্ডারগার্টেন স্কুলটি ধংসস্তূপে পরিণত হয়। তবে কোনও প্রাণহানির আগেই সেখান থেকে ওই শিক্ষিকা সব পড়ুয়াদের সরিয়ে দেওয়ায় হতাহতের কোনও খবর মেলেনি।

Israel Video (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৩ নভেম্বর: এবার হেজবুল্লা (Hezbollah) হামলা চালাল ইজরায়েলের (Israel) একটি কিন্ডারগার্টেন স্কুলে (School)। ইজরায়েলের একটি ছোটদের স্কুলে আছড়ে পড়ে হেজবুল্লার ড্রোন। ইজরায়েলের স্কুল থেকে বাচ্চাদের বের করার আগে কোনও সাইরেন শুনতে পাননি সেখান শিক্ষিকা। তবে কান পেতে ওই কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা সাইরেন শোনার চেষ্টা করেন। খুব আস্তে সাইরেন বাজে, যা সবার কানে পৌঁচ্ছিল না। তবে ওই শিক্ষিকা সঙ্গে সঙ্গে স্কুলের ছোট ছোট পড়ুয়াদের সেখান থেকে উদ্ধার করে বোমা থেকে রক্ষা করার যে আস্তানা সেখানে পাঠিয়ে দেন। তাড়াহুড়ো করে স্কুলের সব বাচ্চাদের সরিয়ে দেন ওই শিক্ষিকা। স্কুল থেকে শিশুদের সরানোর কয়েক মুহূর্তের মধ্যে সেখানে হেজবুল্লার ড্রোন আছড়ে পড়ে। গোটা স্কুল তছনছ হয়ে যায় ড্রোনের আঘাতে। কয়েক মুহূর্তের মধ্যে গোটা কিন্ডারগার্টেন স্কুলটি ধংসস্তূপে পরিণত হয়। তবে কোনও প্রাণহানির আগেই সেখান থেকে ওই শিক্ষিকা সব পড়ুয়াদের সরিয়ে দেওয়ায় হতাহতের কোনও খবর মেলেনি। ফলে ওই ঘটনার পর গোটা ইজরায়েল জুড়ে সংশ্লিষ্ট শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানাতে শুরু করেন মানুষ।

দেখুন কীভাবে ইজরায়েলের কিন্ডারগার্টেন স্কুলটি ধংসস্তূপে পরিণত হয়...

এই সেই শিক্ষিকা যিনি হেজবুল্লার হামলা থেকে শিশুদের রক্ষা করেন...

 

তবে কেন ড্রোন হামলার আগে সাইরেন বাজল না, তা খতিয়ে দেখছে ইজরায়েল।  কী কারণে হেজবুল্লা ড্রোন ছাড়ার সঙ্গে সঙ্গে মানুষ সতর্ক হতে পারলেন না, গোটা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে সেনা বাহিনী।



@endif