Israel-Hezbollah War: 'হিজবুল্লা মানব ঢাল হিসাবে ব্যবহার করছে আপনাদের', রক্তে ভেসে যাওয়া লেবাননের উদ্দেশে ভিডিয়ো বার্তা নেতানিয়াহুর
জানালেন, হিজবুল্লা জঙ্গি সংগঠনকে সমূলে উৎখাত করতে অঙ্গীকারবদ্ধ তিনি এবং তার দেশ। হুঁশিয়ারির সুরে বললেন, হিজবুল্লার হামলা রুখতে ইজরায়েল সেনা বাহিনীকে পালটা হামলা করতেই হবে।
ইজরায়েল-হিজবুল্লার যুদ্ধে (Israel-Hezbollah War) রক্তের বন্যা বইছে লেবাননে (Lebanon)। ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে এক দিনে মৃতের সংখ্যা প্রায় ৫০০ ছুঁইছুঁই। লেবানন স্বাস্থ্য মন্ত্রক দ্বারা প্রকাশিত রিপোর্ট বলছে, সোমবার ইজরায়েলের হামলায় মহিলা এবং শিশু মিলিয়ে লেবাননে ৪৯২ জনের মৃত্যু হয়েছে। হাত গুটিয়ে বসে নেই হিজবুল্লা গোষ্ঠী (Hezbollah)। পালটা হামলা চালাচ্ছে তারাও। ইজরায়েলের সেনা ঘাঁটি লক্ষ্য করে পরের পর রকেট ছুঁড়ছে হিজবুল্লা। দুই দেশের হামলা পালটা হামলার রক্তক্ষয়ী পরিস্থিতির মাঝে লেবাবনবাসীর জন্যে বার্তা পাঠালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Israel Prime Minister Benjamin Netanyahu)। জানালেন, হিজবুল্লা জঙ্গি সংগঠনকে সমূলে উৎখাত করতে অঙ্গীকারবদ্ধ তিনি এবং তার দেশ। হুঁশিয়ারির সুরে বললেন, হিজবুল্লার হামলা রুখতে ইজরায়েল সেনা বাহিনীকে পালটা হামলা করতেই হবে।
লেবাননবাসীর উদ্দেশ্যে নেতানিয়াহু (Benjamin Netanyahu) বার্তা দিয়ে জানালেন, 'লেবাননের মানুষদের সঙ্গে ইজরায়েলের বিবাদ নয়। ইজরায়েলের যুদ্ধ হিজবুল্লার সঙ্গে'। হিজবুল্লা গোষ্ঠী দীর্ঘদিন ধরে লেবাননের মানুষদের মানব ঢাল হিসাবে ব্যবহার করছে বলেও উল্লেখ করেন তিনি। বললেন, 'আপনাদের ঘরে, গ্যারেজে জঙ্গিরা ক্ষেপণাস্ত্র বসিয়েছে। সেই ক্ষেপণাস্ত্র সরাসরি ইজরায়েল এবং ইজরায়েলবাসীর উপর এসে পড়ছে। দেশ এবং দেশের মানুষকে রক্ষা করতে হিজবুল্লার হামলা পালটা ইজরায়েল সেনাকেও হামলা করতে হচ্ছে'।
দুই দেশের যুদ্ধে (Israel-Hezbollah War) লেবাননের সাধারণ মানুষকে যাতে বলি না হতে হয় তার জন্যে লেবাননবাসীর কাছে আগে একাধিকবার এলাকা খালি করার অনুরোধ করেন ইজরায়েল প্রধানমন্ত্রী (Benjamin Netanyahu)। এদিনের ভিডিয়ো বার্তাতেও আবার সেই কথা স্মরণ করালেন নেতানিয়াহু। বললেন, 'আমি অনুরোধ করছি, হিজবুল্লাকে আপনার এবং আপনার প্রয়োজনেদের জীবন বিপন্ন করতে দেবেন না। লেবাননকে ধ্বংস হতে দেবেন না। দয়া করে এখনই এলাকা ফাঁকা করে দিন। আমাদের অপারেশন শেষ হলে আপনারা নিরাপদে ফের নিজেদের বাড়িতে ফিরে আসতে পারবেন'।