Israel-Hamas War: 'হামাস বর্বর, এই যুদ্ধে ইজরায়েল জিতলে সভ্য বিশ্ব জয়ী হবে', সুর চড়ালেন বেঞ্জামিন

বেঞ্জামিনের কথায়, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের যে দেশগুলি ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ। বিশেষ করে আমেরিকাকে। হামাসের বিরুদ্ধে লড়াই শুধু ইজরায়েলের জন্য নয়। বর্বরতাকে বিশ্ব থেকে ধ্বংস করতে ইজরায়েল এই লড়াই লড়বে বলবে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী।

Benjamin Netanyahu (Photo Credit: ANI/Twitter)

ইজরায়েল যুদ্ধ শুরু করেনি। ইজরায়েলের উরর বর্বোরচিত হামলার পরই আমরা পলাটা হানাদারি চালিয়েছি। হামাসের বিরুদ্ধে এভাবেই মুখ খুললেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিহায়ু। গত ৪ দিন ধরে ইজরায়েল এবং প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠীর যুদ্ধের জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবার তা নিয়ে মুখ খুললেন বেঞ্জামিন নেতিনিহায়ু। ইজরালেয়ের প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি কিন্তু শেষ করব। হামাস নিরীহ ইসরায়েলিদের বিরুদ্ধে যে বর্বর হামলা চালিয়েছে, তা ভোলা যাবে না। হামাস নীরিহ মানুষকে হত্যা করছে। মহিলা থেকে শিশু, কেউ হামাসের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তাই হামাসকে ইজরায়েল পরাজিত করবে বলে মন্তব্য করেন বেঞ্জামিন।

 

বেঞ্জামিনের কথায়, হামাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের যে দেশগুলি ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে, তাদের ধন্যবাদ। বিশেষ করে আমেরিকাকে। হামাসের বিরুদ্ধে লড়াই শুধু ইজরায়েলের জন্য নয়। বর্বরতাকে বিশ্ব থেকে ধ্বংস করতে ইজরায়েল এই লড়াই লড়বে বলবে জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী। ফলে এই যুদ্ধে ইজরায়েল জয়ী হবে এবং তাঁরা জিতলে সমগ্র বিশ্ব বর্বরতার বিরুদ্ধে জিতবে বলে জানান সে দেশের প্রধানমন্ত্রী।