Israel-Hamas War: প্যালেস্তিনীয়দের 'গণহত্যায়' মদত দিচ্ছে বাইডেন প্রশাসন, US কংগ্রেসের রশিদা কান্নায় ভেঙে পড়লেন
সম্প্রতি গাজার হাসপাতালে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়ায়। গাজার হাসপাতালে বিস্ফোরণের জেরে যখন ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে, তখন তেল আভিভে গিয়ে নেতানিয়াহুর পাশে দাঁড়ান বাইডেন।
প্যালেস্তিনীয়দের গণহত্যা করা হচ্ছে। প্যালেস্তিনীয়দের গণহত্যায় মদত দিচ্ছে জো বাইডেন সরকার। আমেরিকার কংগ্রেস সদস্য রশিদা তালিব বলেন, প্যালেস্তিনীয়দের গণহত্য়া হচ্ছে। সেই কারণেই গাজার হাসপাতালে বোমা ছোঁড়া হচ্ছে ইজরায়েলি সেনার তরফে। আর সেই গণহত্যা মদত দিচ্ছে জো বাইডেন সরকার। রশিদা তালিবের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। সম্প্রতি গাজার হাসপাতালে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়ায়। গাজার হাসপাতালে বিস্ফোরণের জেরে যখন ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করে, তখন তেল আভিভে গিয়ে নেতানিয়াহুর পাশে দাঁড়ান বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজার হাসপাতালে বিস্ফোরণের ধরন থেকে স্পষ্ট, এই কাজ জঙ্গিদের। হামাসের তরফেই করা হয় হাসপাতালে বিস্ফোরণ। জো বাইডেনের ওই মন্তব্যের পর ইউএস কংগ্রেস ওমেনের তরফে আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানানো হয়।
প্যালেস্তিনীয়-আমেরিকান রশিদা তালিব বুধবার ক্যাপিটল হিলে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই কান্নায় ভেঙে পড়েন তিনি। ইজরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধ চলছে, তার জেরে বহু প্যালেস্তিনীয়র মৃত্যু হচ্ছে বলে কান্নায় ভেঙে পড়েন রশিদা। তিনি বলেন, গাজার হাসপাতালে বোমা ছুঁড়ে ছোট ছোট শিশুদের খুন করা হচ্ছে। যা অত্যন্ত বেদনাদায়ক। বিস্ফোরণের পর ছোট ছোট শিশুদের কেঁদ না বলে আশ্বাস দিচ্ছেন বড়রা। যা অসহনীয় বলেও মন্তব্য করেন রশিদা তালিব।
বাইডেন যেভাবে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে গণহত্যায় মদত দিচ্ছেন, তা মানুষ মনে রাখবেন। প্যালেস্তিনীয়দের এই দুর্দশা মানুষ কখনও ভুলতে পারবেন না বলে মন্তব্য করেন রশিদা তালিব।