Israel-Hamas War: 'আফগানিস্তানের মত স্বাধীনতা পাবে প্যালেস্তাইন', হামাসের শীর্ষ নেতাকে ফোন তালিবান মন্ত্রীর
হামাসের (Hamas) যুদ্ধকে সমর্থন জানিয়ে শীর্ষ নেতা ইসমাইল হানিয়েকে ফোন করেন তালিবান মন্ত্রী আমির খান মুক্তাকি। হামাস যেভাবে লড়াই করছে, তাতে একদিন প্যালেস্তাইন (Palestine) 'মুক্ত' হবে। প্যালেস্তাইন একদিন তালিবানের মত 'স্বাধীনতা' পাবে। সেদিন আফগানিস্তানের মতই প্যালেস্তাইন নিজের জায়গা তৈরি করতে পারবে বলে মন্তব্য করেন তালিবান মন্ত্রী। ইজরায়েলের (Israel) হামলায় ইতিমধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়ের পরিবারের ৩ জনের মৃত্যু হয়। জানা যায়, ইজরায়েলের হামলায় ইসমাইল হানিয়ের ৩ সন্তানের মৃত্যু হয়। পরিবারের একাধিক সদস্যের মৃত্যুর পরও শীর্ষস্থানীয় হামাস নেতার কোনও বিবৃতি শোনা যায়নি।
দেখুন ট্যুইট...