Israel-Hamas War: হামাসকে খতম করতেই ইজরায়েলের অভিযান, গাজায় 'গণহত্যা' হচ্ছে না, বললেন বাইডেন

গত বছর হামাস যেভাবে ইজরায়েলে হামল চালায়, তার জেরে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। গত বছর ৭ অক্টোবরেরঘটনার পর ইজরায়েল পালটা হামলা শুরু করে গাজায়। হামাস জঙ্গিদের খতম করতেই ইজরায়েলি সেনা গাজায় হামলা শুরু করে বলেও মন্তব্য করেন বাইডেন।

Joe Biden (Photo Credit: Instagram)

গাজায় (Gaza) যা হচ্ছে, তা 'গণহত্য়া' নয়। এবার  এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ইহুদি-আমেরিকানদের অনুষ্ঠানে সম্প্রতি বাইডেন হাজির হয়ে বলেন, গাজায় যা হচ্ছে, তাকে কোনওভাবে গণহত্যা বলা যায় না। হামাস জঙ্গিদের খতম করতেই ইজরায়েল হামলা শুরু করেছে  গাজায়। ফলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) এবং ইজরায়েলের (Israel) প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে,তারও নিন্দা শোনা যায় বাইডেনের গলায়।

সেই সঙ্গে গত বছর হামাস যেভাবে ইজরায়েলে হামল চালায়, তার জেরে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। গত বছর ৭ অক্টোবরেরঘটনার পর ইজরায়েল পালটা হামলা শুরু করে গাজায়। হামাস জঙ্গিদের খতম করতেই ইজরায়েলি সেনা গাজায় হামলা শুরু করে বলেও মন্তব্য করেন বাইডেন।

আরও পড়ুন: Benjamin Netanyahu: যুদ্ধ অপরাধ করছেন নেতানিয়াহু, ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের

এসবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমেরিকা সব সময় ইজরায়েলের পাশে রয়েছে। ইজরায়েলের জাতীয় নিরাপত্তা যাতে কোনওভাবে বিঘ্নিত না হয়, সেদিকে আমেরিকার নজর রয়েছে বলেও মন্তব্য শোনা যায় বাইডেনের মুখে। ফলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেভাবে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে, তার কড়া নিন্দা করেন মার্কিন প্রেসিডেন্ট।



@endif