Israel-Hamas War: পণবন্দিদের ভুল করে হামাস বলে ধারনা, ৩ অপহৃতকে গুলির ঘটনায় দাবি ইজরায়েলি সেনার

গত ১৫ ডিসেম্বরের ঘটনার পর আইডিএফ তার দায় স্বীকার করে। ৭ অক্টোবর ইজরায়েলে হামলার সময় হামাস যাঁদের অপহরণ করে, তাঁদের মধ্যে থেকেই ৩ জনের উপর আইডিএফ ভুল করে গুলি চালায় বলে খবর।

IDF Attacks Gaza (Photo Credit: Twitter)

ইজরায়েলি (Israel) সেনারা পণবন্দিদের কান্না বুঝতে পারেনি। হামাসের (Hamas) কোনও ইঙ্গিত, এমন মনে করে ইজরায়েলি সেনা গুলি চালায়। যার জেরে ৩ ইজরায়েলি পণবন্দির মত্যু হয়। ভুল বুঝে গুলি চালিয়ে গত ১৫ ডিসেম্বর আইডিএফ ৩ ইজরায়েলি পণবন্দির উপর গুলি চালিয়েছে। তদন্তের পর এমন তথ্য সামনে আসতে শুরু করেছে। গত ১৫ ডিসেম্বরের ঘটনার পর আইডিএফ তার দায় স্বীকার করে। ৭ অক্টোবর ইজরায়েলে হামলার সময় হামাস যাঁদের অপহরণ করে, তাঁদের মধ্যে থেকেই ৩ জনের উপর আইডিএফ ভুল করে গুলি চালায় বলে খবর। ৭ অক্টোবরের হামলার পর হামাস ২৪০ জন বন্দি করে গাজায় নিয়ে যায়।

আরও পড়ুন: Hamas 'ধ্বংসের' মুখে, দাবি Israel-এর

১৫ ডিসেম্বরের ঘটনার পর আইডিএফের তরফে প্রকাশ করা হয় বিবৃতি। সেখানে দাবি করা হয়, সেনার ভুল হয়েছে, তবে তা অনিচ্ছাকৃত। যুদ্ধের ময়দানে যা সঠিক মনে হয়, আইডিএফের কর্মীরা সেদিন তাই করেন বলেও দাবিতে উঠে আসে।



@endif