Israel-Hamas War: ইজরায়েলের ইলাত শহরে ড্রোন হামলা, জবাবে সিরিয়ায় একটানা হামলা IDF-এর

সিরিয়া থেকে যে সংগঠন ইজরায়েলের ইলাত শহরের উপর ড্রোন হামলা চালায়, তাদের খুঁজে বের করে তবেই পালটা হামলা চালানো হয়। সিরিয়ার মাটি থেকে ইজরায়েলের উপর হামলা চললে, তার জন্য দায়ে সে দেশের সরকার।

IDF Fires Drone (Photo Credit: Twitter)

এবার সিরিয়ায় আকাশ পথে হামলা চালাল ইজরায়েল। এক নাগাড়ে সিরিয়ায় হামলা চালায় আইডিএফ। সম্প্রতি ইজরায়েলের ইলাত শহর লক্ষ্য করে ড্রোন ছোঁড়ে সিরিয়া। ওই ড্রোন হামলার পরপরই সিরিয়ায় পালটা আকাশ পথে হামলা চালায় ইজরায়েলি সেনা। বৃহস্পতিবার ইলাত শহরে যেখান থেকে হামলা করা হয়, সেই লক্ষ্য নির্দিষ্ট করে তবেই সিরিয়ায় চলে পালটা হানাদারি। এবার এমনই জানানো হয় আইডিএফের তরফে। সিরিয়া থেকে যে সংগঠন ইজরায়েলের ইলাত শহরের উপর ড্রোন হামলা চালায়, তাদের খুঁজে বের করে তবেই পালটা হামলা চালানো হয়। সিরিয়ার মাটি থেকে ইজরায়েলের উপর হামলা চললে, তার জন্য দায়ে সে দেশের সরকার। দামাস্কাসকে  এর জন্য জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করা হয় আইডিএফের তরফে।

সিরিয়ার মাটিতে বসে যে জঙ্গি কার্যকলাপ চালানো হচ্ছে, তার জন্য সে দেশের সরকার সম্পূর্ণ দায়ি। এমনই মন্তব্য করে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ইজরায়েলে হামলা হলে, তার কড়া জবাব আইডি এফ দেবে বলেও কড়া ভাষায় জানানো হয়।