Israel-Hamas War: হেজবুল্লার মিসাইলের আঘাতে ভারতীয়র মৃত্যুর ঘটনায় বিস্মিত ইজরায়েল

রিপোর্টে প্রকাশ, লেবানন থেকে ছোঁড়া মিসাইলের আঘাতে কেরলের (Kerala) পত্নিবিন ম্যাক্সওয়েল নামে ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় জিভ হাসপাতালে। কেরলের ওই ব্যক্তির পাশাপাশি লেবাননের মিসাইলের আঘাতে আরও ২ জন গুরুতর জখম হন।

Israel Soldier (Photo Credit: ANI/Twitter)

হেজবুল্লা জঙ্গিদের ছোঁড়া মিসাইলের আঘাতে ভারতীয়র (Indian) মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করল আইডিএফ (IDF) । উত্তর ইজরায়েলে (Israel)  হেজবুল্লা জঙ্গিদের মিসাইলের আঘাতে যে ভারতীয়র মৃত্যু হয়েছে,তা জেনে তারা বিস্মিত। এমনই জানাল ইজরায়েল। হেজবুল্লা জঙ্গিদের মিসাইল (Missile) হামলায় ১ ভারতীয়র মৃত্যুর পাশাপাশি ২ জনের আহত হওয়ার খবর মেলে। তাঁরা প্রত্যেকে কেরলের (Kerala) ইদুকির বাসিন্দা বলে খবর।

রিপোর্টে প্রকাশ, লেবানন থেকে ছোঁড়া মিসাইলের আঘাতে কেরলের (Kerala) পত্নিবিন ম্যাক্সওয়েল নামে ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় জিভ হাসপাতালে।  কেরলের ওই ব্যক্তির পাশাপাশি লেবাননের মিসাইলের আঘাতে আরও ২ জন গুরুতর জখম হন।  বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন নামে আরও ২ ব্যক্তি আহত হন লেবাননের ছোঁড়া মিসাইলের আঘাতে। বুশ জোসেফ জর্জ কিছুটা ভাল আছেন।  চিকিৎসার মাঝে কেরলে থাকা নিজের পরিবারের সঙ্গে জর্জ কথা বলেছেন বলে খবর।

আরও পড়ুন: Indian National killed In Israel: ইজরায়েলে মিসাইল ছুঁড়ল হেজবুল্লা, নিহত ভারতীয়, আহত ২ কেরলের বাসিন্দা

জানা যায়, শিয়া হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীই লেবানন থেকে ইজরায়েলে মিসাইল ছোঁড়ে।  গাজা ভূখণ্ডে ইজরায়েলের হামলার অভিযোগেই পালটা হানাদারি শুরু করেছে হেজবুল্লা।



@endif