Israel-Hamas War: গাজার হাসপাতালের MRI ইউনিটে বিপুল অস্ত্র মজুদ হামাসের, চাঞ্চল্যকর ভিডিয়ো IDF-এর

আল শিফা হাসপাতালের যে এমআরআই ইউনিট রয়েছে,সেখান অস্ত্র মজুদ করে রেখেছে হামাস। এমআরআই ইউনিটের পাশাপাশি হাসপাতালের এমন অনেক গোপণ জায়গা রয়েছে, যেখানে হামাস অস্ত্র মজুদ করে রেখেছে বলে একটি ভিডিয়োতে প্রকাশ করে আইডিএফ।

Gaza's Al Shifa Hospital (Photo Credit: Twitter)

গাজার আল শিফা হাসপাতালে অভিযান শুরু করেছে ইজরায়েল। গাজার আল শিফা হাসপাতালে ইজরায়েলের অভিযান নিয়ে গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এমনকী আল শিফা হাসপাতালে ইজরায়েলের অভিযানের জন্য দায়ি আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতিতেই আল শিফায় অভিযান চালানো হয়েছে বলে তোপ দাগে হামাস। যা কার্যত উড়িয়ে দেয় ওয়াশিংটন। আমেরিকার অনুমতি ছাড়াই ইজরায়েল আল শিফায় অভিযান চালায় বলে দাবি করা হয়। এসবের মাঝে এবার নয়া ভিডিয়ো শেয়ার করল ইজরায়েলি সেনা। যেখানে দেখা যায়, আল শিফা হাসপাতালের যে এমআরআই ইউনিট রয়েছে,সেখান অস্ত্র মজুদ করে রেখেছে হামাস। এমআরআই ইউনিটের পাশাপাশি হাসপাতালের এমন অনেক গোপণ জায়গা রয়েছে, যেখানে হামাস অস্ত্র মজুদ করে রেখেছে বলে একটি ভিডিয়োতে প্রকাশ করে আইডিএফ। ইজরায়েলি সেনার যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়।

 

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামাস চালায় হামাস। নির্মমভাবে হত্যা করা হয় ১৪০০ মানুষকে। ৭ অক্টোবরের হামলার পর হামাস নিধনে নামে ইজরায়েল। গাজা ভূখণ্ড থেকে হামাস জঙ্গিদের উৎখাত করতে একের পর এক অভিযান চলে। যা নিয়ে বিশ্ব জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

হামাসকে সমূলে ধ্বংস করা না পর্যন্ত ইজরায়েল এই যুদ্ধ বন্ধ করবে না বলে হুঙ্কার ছাড়েন সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।