Israel-Hamas War: গাজায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, ইজরায়েলি হামলায় আহত শিশুদের চিকিৎসায় ভরসা মিশর

মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানাচ্ছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবহস্থা। এদিকে গাজার উপর নিত্য ইজরায়েলের বিস্ফোরক বোমা হামলা হয়ে চলেছে। যার জেরে প্রতিদিন ৪০-৫০ জন আহত শিশুকে চিকিৎসার জন্যে মিশরে নিয়ে আসা হচ্ছে।

Gaza (Photo Credits: X)

ইজরায়েল-হামাসের যুদ্ধ (Israel-Hamas War) থামার বদলে ক্রমেই আরও রক্তক্ষয়ী চেহারা ধারণ করছে। গাজায় (Gaza) একের পর এক বোমাবর্ষণ করেই চলেছে ইজরায়েলি সেনাবাহিনী (IDF)। ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে কবরে পরিণত হয়েছে গাজা। মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজারে। যার মধ্যে অর্ধেক মহিলা এবং শিশুর। গাজা থেকে প্রতিদিন ৪০-৫০ জন আহত শিশুকে চিকিৎসার জন্যে মিশরে নিয়ে আসা হচ্ছে। মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার জানাচ্ছেন, যুদ্ধ বিধ্বস্ত গাজায় ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবহস্থা। এদিকে গাজার উপর নিত্য ইজরায়েলের বিস্ফোরক বোমা হামলা হয়ে চলেছে। যার জেরে প্রতিদিন ৪০-৫০ জন আহত শিশুকে চিকিৎসার জন্যে মিশরে নিয়ে আসা হচ্ছে। দুই দেশের যুদ্ধের বলি হওয়া থেকে শিশুদের রক্ষা করতেই ১ নভেম্বর থেকে গাজার আহত শিশুদের চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হচ্ছে সে দেশে।

এদিকে হাসপাতাল, অ্যাম্বুল্যান্সের পর গাজার শরণার্থী শিবিরে ফের নতুন করে হামলা চালানোর অভিযোগ উঠল ইজরায়েলের (Israel) বিরুদ্ধে। জোড়া হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে হামাস (Hamas) পরিচালিত ‘স্বাস্থ্যমন্ত্রক’। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। ইজরায়েল সেনার এই হামলার তীব্র নিন্দা করেছে মধ্য়প্রাচ্যের দেশগুলি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলা চালায় প্যালেস্তাইনের সন্ত্রাসী সংগঠন হামাস (Hamas Attack on Israel)। সেই হামলার প্রতিবাদে পালটা যুদ্ধের ঘোষণা করে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। তার পর থেকে গত ৫ সপ্তাহ ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে ইজরায়েল এবং হামাসের মধ্যে। দুই দেশের যুদ্ধে বলি হয়ে চলেছে হাজার হাজার নিরীহ প্রাণ।



@endif