Israel-Hamas War: গোলান হাইটসে নিহত ১২, লেবাননে পালটা হামলার প্রস্তুতি ইজরায়েলের, নেতানিয়াহুর নেতৃত্বে চলল রকেট হানাদারি

গোলান হাইটসে যে হামলা চলে, তার সঙ্গে হেজবল্লার কোনও যোগ নেই বলে লেবাননের ওই জঙ্গি গোষ্ঠীর তরফে পালটা দাবি করা হয়। গোলান হাইটসের হামলার দায় স্বীকার করেনি হেজবুল্লা। তবে হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীর তরফে যে দাবি-ই করা হোক না কেন, ইজরায়েল ইতিমধ্যেই দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে।

Benjamin Netanyahu (Photo Credit: Instagram)

গোলান হাইটসে রকেট হামলার জেরে পরপর ১২ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েল (Israel) অধ্যুষিত গোলান হাইটসে লেবাননের (Lebanon) হামলার জেরেই ১২ জনের মৃত্যু হয়েছে বলে তোপ দাগা হয় বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) তরফে। তবে ১২ জনের মৃত্যুর পর বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের তরফে লেবাননে পালটা হামলা চালানো হবে বলে জানানো হয়। লেবাননের হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীকে কোনওভাবে রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানানো হয় ইজরায়েলের তরফে।

যদিও গোলান হাইটসে যে হামলা চলে, তার সঙ্গে হেজবল্লার কোনও যোগ নেই বলে লেবাননের ওই জঙ্গি গোষ্ঠীর তরফে পালটা দাবি করা হয়। গোলান হাইটসের হামলার দায় স্বীকার করেনি হেজবুল্লা। তবে হেজবুল্লা জঙ্গি গোষ্ঠীর তরফে যে দাবি-ই করা হোক না কেন, ইজরায়েল ইতিমধ্যেই দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে হেজবুল্লা জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে রবিবার রকেট হামলা চালায় ইজরায়েল।

আরও পড়ুন: Israel-Gaza War: ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে বসেই ইজরায়েল-গাজার যুদ্ধ বন্ধের আর্জি কেইর স্টারমেরের, করলেন সওয়াল

তেল আভিভে ইজরায়েলি মন্ত্রিসভার বৈঠকের পরই দক্ষিণ লেবাননে রকট হামলা চালায় আইডিএফ।



@endif