Israel-Hamas War: আল শিফায় উদ্ধার কাজ, গাজার হাসপাতাল থেকে ৪৫০ জনকে বের করে আনল ইজরায়েলি সেনা

আল শিফা হাসপাতালে ডিরেক্টর মহম্মদ আল সালমিয়ার কাছে আবদেন জানায় ইজরায়েল। হাসপাতাল থেকে অসুস্থ, নীরিহ এবং চিকিৎসক, চিকিৎসা কর্মীদের সরাতে মহম্মদ আল সালমিয়ার কাছে আবদেন জানানো হয় ইজরায়েলি সেনার তরফে।

IDF In Gaza Border (Photo Credit: Twitter)

গাজার আল শিফা হাসপাতালে শুরু হল উদ্ধার কাজ। শনিবর উদ্ধারকাজ শুরু হতেই আল শিফা থেকে প্রথম পর্যায়েত ৪৫০ জনকে উদ্ধার করা হয়। এএফপির খবর অনুযায়ী, আল শিফা হাসপাতালে যে ২ হাজার রোগী, চিকিৎসক, চিকিৎসা কর্মীরা আটকে রয়েছেন, তাঁদের মধ্যে থেকে প্রথম পর্যায়ে উদ্ধার করা হয় ৪৫০ জনকে। আল শিফা হাসপাতালো হামাসের ডেরা রয়েছে। সেখানে অস্ত্র মজুদ  করা বলে আগেই দাবি করে ইজরায়েলি সেনা। সেই অনুযায়ী আল শিফায় চলে অভিযান এবং সেখান থেকে প্রথম পর্যায়ে উদ্ধার করা হয় সাড়ে চারশো মানুষকে।

প্রসঙ্গত আল শিফা হাসপাতালে ডিরেক্টর মহম্মদ আল সালমিয়ার কাছে আবদেন জানায় ইজরায়েল। হাসপাতাল থেকে অসুস্থ, নীরিহ এবং চিকিৎসক, চিকিৎসা কর্মীদের সরাতে মহম্মদ আল সালমিয়ার কাছে আবদেন জানানো হয় ইজরায়েলি সেনার তরফে। শনিবার উদ্ধার কাজের ওই ঘোষণার পর থেকেই আল শিফা থেকে একের পর এক মানুষকে বের করে আনা শুরু হয়।