Israel-Hamas War: ১৬০০ মৃত্যু, গাজায় হামলা হলে ইজরায়েলি পণবন্দিদের খুন করা হবে, হুমকি হামাসের
গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, ইজরায়েলের হামলার জেরে তাঁদের ৭০৪ মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪৩ জন শিশু রয়েছে। মহিলা ১০৫। আহত ৪ হাজারের বেশি।
ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে প্রাণ যাচ্ছে বহু নীরিহ মানুষের। ইজরায়েল, হামাসের যুদ্ধে যখন উত্তাল প্রায় গোটা বিশ্ব, সেই সময় ফের সুর চড়ল। গাজার উপর হামলা চালানো হলে, ইজরায়েলের যে সমস্ত নাগরিককে পণবন্দি করা হয়েছে, তাঁদের খুন করা হবে। ইজরায়েলের বিরুদ্ধে এবার এভাবেই সুর চড়াল হামাস জঙ্গি গোষ্ঠী। ইজরায়েলের সঙ্গে হামাসের জোরদার লড়াই শুরু হলে, ১০০টি মৃতদেহ উদ্ধার করা হয়। ইজরায়েলে যাঁদের পণবন্দি করে হামাস, তাঁদের নৃশংসভাবে খুন করা হয়েছে। এমনই জানায় ইজরায়েলের সেনা বাহিনী। এসবের পাশাপাশি গত কয়েকদিন ধরে যে ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে, তাতে ১৬০০ মানুষের প্রাণ গিয়েছে। যুযুধান দুই তরফের মানুষই যুদ্ধের বলি বলে ওই পরিসংখ্যানে উঠে আসে।
আরও পড়ুন: Israel-Hamas War: ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধে জড়িও না, ইরানকে কড়াভাবে সতর্ক করল আমেরিকার
গাজার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, ইজরায়েলের হামলার জেরে তাঁদের ৭০৪ মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪৩ জন শিশু রয়েছে। মহিলা ১০৫। আহত ৪ হাজারের বেশি। অন্যদিকে ৪ দিনের ভয়াবহ লড়াইয়ে ইজরায়েলে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত প্রায় ২৬০০।
সবকিছু মিলিয়ে যত সময় গড়াচ্ছে, তত ভয়াবহ হচ্ছে ইজরায়েলের সঙ্গে হামাস জঙ্গি গোষ্ঠীর যুদ্ধ।