Lebanon: লেবানন জুড়ে আকাশপথে এলোপাথাড়ি হামলা ইজরায়েলের বোমারু বিমানের, গাজার স্মৃতি ফিরিয়ে তাসের ঘরের মত ভাঙছে বাড়ি

এবার আর কোনও নির্দিষ্ট জায়গায় নয়, কিছুটা এলোপাথাড়ি কায়দায় লেবাননের ওপর আকাশপথে হামলা চালাল ইজরায়েল।

Israel Attacks South Lebanon (Photo Credit: X)

বেইরুট, ২৩ সেপ্টেম্বর: Israeli Airstrike: এবার আর কোনও নির্দিষ্ট জায়গায় নয়, কিছুটা এলোপাথাড়ি কায়দায় লেবাননের ওপর আকাশপথে হামলা চালাল ইজরায়েল।  আজ, সোমবার সকাল থেকে এখনও পর্যন্ত লেবাননের ৩০০টি টার্গেটে ইজরায়েল বায়ুসেনার বোমারু বিমান থেকে উড়ে এসে পড়ল ভয়াবহ বোমাগুলি। হিজবুল্লা জঙ্গী গোষ্ঠীকে নির্মুল করার লক্ষ্যে ফেলা সেই সব বোমাগুলির বেশ কয়েকটি পড়ল আবাসিক বাড়ি, অফিসেও। ২০০৬ সালে লেবানন যুদ্ধের ওপর সেই দেশে আকাশপথে এত বড় হামলা দেখা যায়নি।

বেইরুটে পেজার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের পর গত দু'দিন ধরেই ইজরায়েলের ওপর মিসাইল হামলা চালিয়েছে লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লা। আয়রন ডোমের রক্ষাকবচ এড়িয়ে লেবানন থেকে উড়ে আসা রকেট হামলায় ইজরায়েলের কিছু ক্ষতি হয়। তারপরই এদিন পুরো মাত্রায় লেবাননের ওপর হামলা চালাল বেঞ্জামিন নেতানিয়াহু-র দেশ।

লেবাননের ওপর আকাশ পথে হামলা ইজরায়েলের

এদিন লেবানন-কে পুরো মাত্রায় অস্ত্র সাহায্য করে ইজরায়েলকে ধ্বংস করার কথা বলছে ইরানও। অনেকেই আশঙ্কা করছেন, গাজা-প্যালেস্টাইনের চেয়েও অনেক বেশী রক্তক্ষয়ী, ভয়াবহ ও দীর্ঘস্থায়ী হতে পারে ইজরায়েল-লেবানন যুদ্ধ।