Israel: ইজরায়েলে মিসাইল হামলায় যোগ্য জবাব দিয়েছে তেল আভিভ, মন্তব্য কনসাল জেনারেল

চলতি মাসের প্রথমদিকে ইজরায়েলে ভয়ঙ্কর ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। মাসের শেষে অর্থাৎ শনিবার সকালে সেই হামলার জবাব দিয়েছে তেল আভিভ।

চলতি মাসের প্রথমদিকে (Israel) ভয়ঙ্কর ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছিল ইরান (Iran)। মাসের শেষে অর্থাৎ শনিবার সকালে সেই হামলার জবাব দিয়েছে তেল আভিভ (Tel Aviv)। রাজধানী তেহরান, ইলাম, খুজেস্তানের বিভিন্ন জায়গায় সেনাঘাঁটি লক্ষ করে হামলা চালিয়েছে ইজরায়েল। এই হামলা নিয়ে ভারতের মুম্বইতে অবস্থিত ইজরায়েলের দূতাবাসের সদস্যরাও বেশ খুশি। এদিন হামলা প্রসঙ্গে কনসাল জেনারেল কব্বি শোসানি বলেন, ইজরায়েল অবশেষে ইরানে হামলা চালিয়েছে। এটা ইজরায়েলে ব্যালেস্টিক মিসাইল হামলার প্রতিক্রিয়া। খুবই সঠিকভাবে ইরানের মিলিটারি ক্যাম্পগুলিকে লক্ষ করে হামলা করা হয়েছে। বিগত কয়েকদিনে আমাদের ওপর লাগাতার হামলা চালাচ্ছিল। এটা তারই জবাব।

প্রসঙ্গত, এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও কিছু জানা যায়নি। তবে নেতানিয়াহু প্রশাসনের দাবি, ইলাম, খুজেস্তানে ইরান গোপনে এয়ার ডিফেন্স সিস্টেম ও মিসাইল কারখানা করেছিল। সেগুলি ধ্বংস করতে সক্ষম হয়েছে ইজরায়েলি সেনা। ফলে আগামীদিনে হামাস বা হেজবুল্লার মতো সংগঠনগুলিকে অস্ত্র সরবরাহ করতে সমস্যায় পড়বে ইরান। অন্যদিকে তেহরানে হামলা করে ইরানকে এও বুঝিয়ে দেওয়া হল ইজরায়েল যে কোনও সময় তাঁদের আকাশসীমায় ঢুকে বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে। ফলে এই হামলার জবাব দিলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে তা এদিন বুঝিয়ে দেওয়া হয়।

 



@endif