IS Leader Abu Bakr al-Baghdadi’s Wife: ইয়াজিরি মহিলাদের যৌন হেনস্থা, নৃশংস অত্যাচার, মৃত্যুদণ্ড কুখ্যাত জঙ্গি নেতার স্ত্রীকে
২০১৪ সালের অগাস্টের প্রথম থেকে ইয়াজিরি সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মহিলাদের পাকড়াও শুরু করে আইএস জঙ্গিরা। ইয়াজিরি মহিলাদের ধরে বিভিন্ন সময় তাঁদের কখনও পাচার করা হয় আবার কখনও চরম যৌন হেনস্থার মুখে পড়তে হয়।
নৃশংস আইএস জঙ্গি (IS Leader Abu) নেতা আবু বকর আল বাগদাদির (Abu Bakr al-Baghdadi) স্ত্রী আসমা মহম্মদকে Asma Mohammed) মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। ইরাকের এক আদালতের তরফে আসমা মহম্মদকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়। রিপোর্টে প্রকাশ, ইয়াজিরি মহিলাদের উপর ক্রমাগত অত্যাচারের জেরেই আবু বকর আল বাগদাদির ওই স্ত্রীকে মৃত্যুদণ্ডের সাজা শনোয় ইরাকের আদালত।
২০১৪ সালের অগাস্টের প্রথম থেকে ইয়াজিরি সম্প্রদায়ের বিভিন্ন বয়সের মহিলাদের পাকড়াও শুরু করে আইএস জঙ্গিরা। ইয়াজিরি মহিলাদের ধরে বিভিন্ন সময় তাঁদের কখনও পাচার করা হয় আবার কখনও চরম যৌন হেনস্থার মুখে পড়তে হয়। যা প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রসংঘ। ইয়াজিরি মহিলাদের ধরে তাঁদের গণহত্যা করা হচ্ছে বলেও সুর চড়ানো হয় রাষ্ট্রসংঘের তরফে।
ইয়াজিরি মহিলাদের উপর নৃশংস অত্যাচারের অভিযোগে ২০১৮ সালে তুরস্ক থেকে গ্রেফতার করা হয় আসমা মহম্মদকে। এরপর গত বছর তুরস্ক সরকারের তরফে আসমা মহম্মদকে ইরাকের (Iraq) প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। ইরাকি সরকারের হাতে আসমা মহম্মদ আসার পর তার মৃত্য়ুদণ্ডের নির্দেশ দেয় সে দেশের আদালত।