Elon Musk 'Dating' Giorgia Meloni? ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে ডেট করছেন টেসলা কর্ণধর এলন মাস্ক? ছবি ভাইরাল হতেই জল্পনা জোর
মেলোনির সঙ্গে মাস্কের সম্পর্কের গুঞ্জন যখন জোরদার শুরু হয়, সেই সময় টেসলা কর্ণধরের একটি মন্তব্যও এ বিষয়ে একাধিক প্রশ্ন উসকে দিচ্ছে। মেলোনির সঙ্গে সাক্ষাতের পর ইতালির প্রধানমন্ত্রীকে 'সৎ, সত্যবাদী এবং খাঁটি 'মানুষ বলে বর্ণনা করেন মাস্ক।
টেসলা (Tesla) কর্ণধরের সঙ্গে 'ডে'ট করছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি (Giorgia Meloni)? একটি ভাইরাল ছবির জেরে এমন সম্ভাবনার কথা উঠে আসতে শুরু করেছে। জর্জিয়া মেলোনির সঙ্গে এক টেবিলে দেখা যায় এলন মাস্ককে (Elon Musk)। যে ছবি নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এদিকে মেলোনির সঙ্গে মাস্কের সম্পর্কের গুঞ্জন যখন জোরদার শুরু হয়, সেই সময় টেসলা কর্ণধরের একটি মন্তব্যও এ বিষয়ে একাধিক প্রশ্ন উসকে দিচ্ছে। মেলোনির সঙ্গে সাক্ষাতের পর ইতালির প্রধানমন্ত্রীকে (Italian PM Giorgia Meloni) 'সৎ, সত্যবাদী এবং খাঁটি 'মানুষ বলে বর্ণনা করেন মাস্ক। পাশাপাশি মেলোনি একজন দুর্দান্ত মানুষ। প্রধানমন্ত্রী পদে বসে যিনি ইতালির জন্য বহু কাড করেছেন বলেও মন্তব্য করেন এক্স প্রধান।
দেখুন সেই ভাইরাল পোস্ট, যেখানে মাস্ক-মেলোনি হাজির একসঙ্গে...
মাস্কের মুখে প্রশংসিত হয়ে মেলোনি সেই ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। সেখানেও মেলোনির মুখে মাস্কের পালটা প্রশংসা শোনা যায়।
দেখুন মাস্ককে নিয়ে কী পোস্ট করলেন মেলোনি...
সম্প্রতি একটি অনুষ্ঠানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হয় এক্স প্রধান এলন মাস্কের। ওই অনুষ্ঠানের পর দুজনকে একসঙ্গে এক টেবিলে দেখা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে একাধিক ভ্রু কুঞ্চিত হতে শুরু করে।