Iran: তেহরানে ভেঙে পড়ল ইউক্রেনের বিমান, মৃত ১৭০

বুধবার ভোরের দিকে ১৮০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি ইউক্রেনের বিমান (Ukrainian Plane )। তেহরান (Tehran) থেকে ওড়ার খানিক পরই সেটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। ইরাকে অ্যামেরিকার দুটি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার কিছুক্ষণ পরেই বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়েছে তা এখনও জানা যায়নি।

ভেঙে পড়া বিমানের ধ্বংসাবাশেষ (Photo: ANI)

তেহরান, ৮ জানুয়ারি: বুধবার ভোরের দিকে ১৮০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি ইউক্রেনের বিমান (Ukrainian Plane )। তেহরান (Tehran) থেকে ওড়ার খানিক পরই সেটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে। ইরাকে অ্যামেরিকার দুটি সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার কিছুক্ষণ পরেই বিমান ভেঙে পড়ার খবর পাওয়া যায়। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়েছে তা এখনও জানা যায়নি। বিমানের ১৭০ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি।

জানা গেছে, বিমানটি বোয়িং ৭৩৭। PS 752 নম্বরের বিমানটি ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের। প্রাথমিক খবর অনুযায়ী, বিমানটি প্রযুক্তিগত সমস্যার কারণে ইমাম খোমেইনি আন্তর্জাতিক বিমানবন্দরের ( Imam Khomeini Airport) কাছে ভেঙে পড়ে। আরও পড়ুন:  Iran Attacks Bases Housing US Troops: ইরাকে অ্যামেরিকার সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হামলা

বুধবার ভোরে ইরাকে (Iraq) দুটি অ্যামেরিকার (USA) সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র (Missiles) হামলা চালাল ইরান (Iran )। অ্যামেরিকার প্রতিরক্ষা দফতর এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বলা হয়েছে, দেশটির শীর্ষস্থানীয় কমান্ডার কাসেম সোলেইমানিকে (Qasem Soleimani) হত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। জানা যাচ্ছে, এক ডজনেরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। বিবিসির খবরে বলা হয়েছে, ইরাকের ওই দুটি সেনাঘাঁটির নাম আল-আসাদ ও ইরবিল। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।