Irani Girl Video: হিজাব নেই, পোশাক খুলে অন্তর্বাস পরে রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন তরুণী, ইরানি-কন্যার ভিডিয়ো ভাইরাল
নির্দিষ্ট ধর্মের মৌলবাদীদের কথা না শুনে অন্তর্বাস পরে রাস্তায় হাঁটতেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন ওই কন্যা। তবে ইরানের ওই তরুণীর সঙ্গে যাতে কোনও ধরনের খারাপ ব্যবাহর না হয় কিংবা তাঁর গতিবিধির উপর নজর রাখতে শুরু করেছেন রাষ্ট্রসংঘের (UN) সদস্যরও।
দিল্লি, ৪ নভেম্বর: হিজাব (Hijab) না পরে প্রতিবাদশুরু করলেন ইরানি (Irani Girl) কন্যা। প্রকাশ্যে রাস্তায় পোশাক খুলে শুধুমাত্র অন্তর্বাস পরে হাঁটতে দেখা গেল ইরানের (Iran) এক তরুণীকে। কেন সব সময় হিজাব পরতে হবে, নীতি পুলিশের কথা মানতে হেব বাধ্য হয়ে, এমন সুর তুলে প্রতিবাদ শুরু করেন ইরানের ওই তরুণী। তেহরানের (Tehran) রাস্তায় বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় শুধুমাত্র অন্তর্বাস পরে হাঁটতে দেখা যায় ওই তরুণীকে। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।
একটি নির্দিষ্ট ধর্মের মৌলবাদীদের কথা না শুনে অন্তর্বাস পরে রাস্তায় হাঁটতেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেন ওই কন্যা। তবে ইরানের ওই তরুণীর সঙ্গে যাতে কোনও ধরনের খারাপ ব্যবাহর না হয় কিংবা তাঁর গতিবিধির উপর নজর রাখতে শুরু করেছেন রাষ্ট্রসংঘের (UN) সদস্যরও।
দেখুন ইরানের রাস্তায় কীভাবে প্রতিবাদ করছেন ওই তরুণী...
ইরানের ওই তরুণীর একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করেছে...
প্রসঙ্গত ইরানে হিজাব না পরে বাড়ির বাইরে বের হওয়াকে কার্যত 'অপরাধ' বলে মনে করা হয়। যার বিরুদ্ধে সাম্প্রতিককালে একাধিক প্রতিবাদ হয়েছে তেহরানে। মহিলারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করেছেন হিজাব পরার বিরুদ্ধে। তা সত্ত্বেও ইরানের সাধারণ সমাজের দৃষ্টিভঙ্গি বদলায়নি একেবারেই। এবার সেই একই প্রতিবাদে সামিল হয়ে পোশাক না পরে শুধুমাত্র অন্তর্বাসে শরীর ঢেকে রাস্তায় ঘুরে প্রতিবাদ করছেন এক ইরানি কন্যা।