Iran Hijab Protest: হিজাব পুড়িয়ে বিক্ষোভ, উত্তাল ইরানে নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত ৩১
তেহরান সহ ইরানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হলে, সে দেশের পুলিশ রাস্তায় নামে। ইরানের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় বচসা এবং সংঘর্ষ হয়। ইরানে নিরাপত্তা রক্ষীদের গুলিতে বৃহস্পতিবার সকালে ৯ জনের মৃত্যুর খবর মিললেও, দিন যত গড়ায়, মৃতের সংখ্যা বাড়তে শুরু করে।
তেহরান, ২২ সেপ্টেম্বর: হিজাব (Hijab) বিতর্কে উত্তাল ইরান (Iran)। মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর জন্য দায়ি ইরানের নীতি পুলিশ। এমন অভিযোগে ইরানের রাস্তায় নামেন মহিলারা। মাশা আমিনির ( Mahsa Amini ) মৃত্যুর পর থেকে উত্তাল হয়ে উঠতে শুরু করে ইরান। মাশার মৃত্যুর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাজধানী তেহরান-সহ ইরানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়। তেহরান-সহ ইরানের একাধিক শহরে মহিলারা হিজাব পুড়িয়ে নীতি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফলে বুধবার দিনভর উত্তাল হয়ে ওঠে ইরান।
তেহরান সহ ইরানের একাধিক শহরে বিক্ষোভ শুরু হলে, সে দেশের পুলিশ রাস্তায় নামে। ইরানের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় বচসা এবং সংঘর্ষ হয়। ইরানে নিরাপত্তা রক্ষীদের গুলিতে বৃহস্পতিবার সকালে ৯ জনের মৃত্যুর খবর মিললেও, দিন যত গড়ায়, মৃতের সংখ্যা বাড়তে শুরু করে।
আরও পড়ুন: Russia: পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ, উত্তাল মস্কো, সেন্ট পিটার্সবার্গ থেকে আটক ১৩০০
সংবাদ সংস্থা এএফপির রিপোর্ট অনুযায়ী, ইরানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখনও পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এমন দাবি করা হয়েছে।