Iran Couple Arrest: প্রকাশ্যে সঙ্গীর সঙ্গে নাচ, ১০ বছরের কারাদণ্ড ইরানি যুগলের

যুগলের বিরুদ্ধে দুর্নীতি, জাতীয় নিরাপত্তার বিঘ্ন, সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্ররোচনার অভিযোগ এনে তাঁদের সাড়ে ১০ বছরের কারাবাস শুনিয়েছে ইরান আদালত।

Iran Couple (Photo Credits: Twitter)

Iran Couple Arrest: হিজাব বিরোধী আন্দোলনে যখন উত্তাল ইরান সেই সময়ে প্রকাশ্যে হিজাব খুলে নাচ করার জেরে গ্রেফতার তরুণী। তবে তরুণী একা গ্রেফতার হননি। সঙ্গীকে নিয়ে মাথায় হিজাব ছাড়াই ইরানের রাজধানী তেহরানে আজাদি (Tehran’s Azadi Tower) টাওয়ারের সামনে নাচ করায় যুগলকে গ্রেফতার করে ইরান পুলিশ। তাঁদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের এক আদালত (Iran Couple Arrest)। ইরানের রাজধানী তেহরানে আজাদি (Tehran’s Azadi Tower) টাওয়ারের সামনে হিজাব বিরোধী আন্দোলনের প্রতিবাদ স্বরূপ তাঁদের নাচের একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন আমির মোহাম্মদ আহমাদি নামের ২২ ওই ব্যক্তি।

আরও পড়ুনঃ বাগদান সেরে কাশী বিশ্বনাথের মন্দির দর্শনে আম্বানি পুত্র অনন্ত

যুগলের ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই তাঁদের গ্রেফতার করে ১০ বছর ৬ মাসের জন্যে কারাদণ্ড দিয়েছে ইরানের এক আদালত (Iran Couple Arrest)। শুধু তাই নয়। দু বছর তাঁরা সমাজ মাধ্যম ব্যবহার করতে পারবেন না এবং দেশ ছেড়ে অন্য কোথায় যেতে পারবেন না বলে ঘোষণা করেছে আদালত।

আরও পড়ুনঃ পাঠানের সাফল্যে চুমুক দিয়ে শাহরুখ ফিরলেন জাওয়ান-এর সেটে

যুগলের বিরুদ্ধে দুর্নীতি, জাতীয় নিরাপত্তার বিঘ্ন, সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্ররোচনার অভিযোগ এনে তাঁদের সাড়ে ১০ বছরের কারাবাস শুনিয়েছে ইরান আদালত (Iran Couple Arrest)। গত বছর সেপ্টেম্বরে ইরান নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু ঘিরে ইরানবাসী ফেটে পড়েছিল বিক্ষোভে। সেই বিক্ষোভ দমাতে কড়া পদক্ষেপ নিয়েছিল সরকার। হাজতবাস হয় বহু মানুষের। নিহত কয়েক শ। সেই বিক্ষভের আগুন পুরোপুরি নেভেনি। তাঁরই মাঝে প্রকাশ্যে নাচ করায় ইরানের যুগলকে ১০ বছরের হাজতবাস দিল আদালত।