Iran Attacks Pakistan: ডাভোসে ২ দেশের বৈঠকের পরই পাকিস্তানে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ইরান
বালোচিস্তানে জইশ-উল-আদালের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তেহরান। যদিও এই হামলা কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে পালটা মন্তব্য করে ইসলামাবাদ। ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে জোরদার।
তেহরান, ১৭ জানুয়ারি: মঙ্গলবার সুইৎজারল্যান্ডের ডাভোসে পাকিস্তানের (Pakistan) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসে ইরান (Iran)। ডাভোসে ইরানের বিদেশমন্ত্রী এবং পাকিস্তানের সাময়িক দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসার পরপরই বালোচিস্তানে হামলা চালায় তেহরান। বালোচিস্তানে জইশ-উল-আদালের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তেহরান। যদিও এই হামলা কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে পালটা মন্তব্য করে ইসলামাবাদ। ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে জোরদার। অন্যদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বালোচিস্তানে (Balochistan) বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। জঙ্গি ঘাঁটির হদিশ করেই সেখানে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হয় বলে ইরানের সেনা বাহিনী দাবি শুরু করেছে।
দেখুন ভিডিয়ো...
আরও পড়ুন: Iran Attacks Pakistan: পাকিস্তানে প্রবেশ করে হামলা ইরানের, মৃত্যু, উষ্মা ইসলামাবাদের
প্রসঙ্গত জইশ-উল-আদাল নামের ওই জঙ্গি গোষ্ঠী এর আগে ইরানের সেনা বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে। বালোচিস্তানের যে অংশ ধরে পাকিস্তান এবং ইরান সীমান্ত ভাগাভাগি করে, সেখান পাহারারত ইরানের সেনা বাহিনীর উপর জইশ-উল-আদাল একাধিক হামলা চালায় একাধিকবার। তার জেরেই তেহরানের এই পালটা হামলা বলে জানা যাচ্ছে।