Internet Suspended in Pakistan: অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানে বন্ধ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট পরিষেবা
দেশের বিভিন্ন স্থানে হিংসার ক্লিপ ভাইরাল হলে মোবাইলের ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে (পিটিএ) দেশব্যাপী মোবাইল ব্রডব্যান্ড সেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে। দ্য নিউজের খবরে বলা হয়, ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও দেশের বিভিন্ন স্থানে বিঘ্ন ঘটেছে। মঙ্গলবার ইমরান খানকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন স্থানে হিংসার ক্লিপ ভাইরাল হয়। এর পর দেশে মোবাইলের ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়। তারপর টুইটার এবং ইউটিউব পরিষেবার মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি বন্ধ করে দেওয়া হয়। সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অযাচিত পর্বের ক্লিপ প্রচার করা হলে রাত ৮টার দিকে বিভিন্ন স্থানে টুইটার ও YouTube-এর সেবা বিঘ্নিত হতে শুরু করে।
পিটিএ-র এক মুখপাত্র জানিয়েছেন, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ডাউন হওয়ার খবরও পাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) বুধবার বলেছে যে সারা দেশে ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।