New Marriage Rule For Indonesian Couples: বিয়ে করতে গেলে এবার পাশ করতে হবে প্রি ওয়েডিং কোর্স! নয়া নিয়ম আনতে চলেছে ইন্দোনেশিয়া সরকার

বিয়ে (Marriage) করতে গেলে এবার শেষ করতে হবে প্রি ওয়েডিং কোর্স (Pre-Wedding Course)। কারণ এমনটাই নয়া এক নিয়ম আনতে চলেছে ইন্দোনেশিয়া সরকার (Indonesia Government)। আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকেই চালু হয়ে যাবে এই নয়া নির্দেশিকা। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। সম্প্রতি সে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি ঘোষণা করেছেন এই নিয়মের কথা।

ইন্দোনেশিয়ার হবু দম্পতি (Photo Credits: Wikimedia Commons)

জাকার্তা, ২৪ নভেম্বর: বিয়ে (Marriage) করতে গেলে এবার শেষ করতে হবে প্রি ওয়েডিং কোর্স (Pre-Wedding Course)। কারণ এমনটাই নয়া এক নিয়ম আনতে চলেছে ইন্দোনেশিয়া সরকার (Indonesia Government)। আগামী বছর অর্থাৎ ২০২০ সাল থেকেই চালু হয়ে যাবে এই নয়া নির্দেশিকা। এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে। সম্প্রতি সে দেশের হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি ঘোষণা করেছেন এই নিয়মের কথা।

প্রেমিকা-প্রেমিকা ঠিক করে ফেললেন বিয়ের দিন কিংবা বাড়ি থেকে ঠিক হল সম্বন্ধ। কোনটাতেই বিয়ে করে নেওয়া যাবে না। বিয়ে করতে গেলে ইন্দোনেশিয়ার হবু দম্পতিকে শেষ করতে হবে প্রি ওয়েডিং কোর্স। যে কোর্সের মেয়াদ তিন মাস। ইন্ডিয়া টাইমসের খবর অনুযায়ী,  এই কোর্স সফলভাবে শেষ করে সরকারের থেকে শংসাপত্র (Certificate) নিয়ে তবেই বসা যাবে বিয়ের পিঁড়িতে। কেন হঠাৎ এমন নিয়ম জারি করল সরকার সে বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও হাবেভাবে তা স্পষ্ট। এই কোর্স করতে গাঁটের কড়ি খরচ করতে হবে না সে দেশের বাসিন্দাদের। সরকারের তরফ থেকে বিনামূল্যেই করানো হবে এই কোর্স। যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই কোর্সে। আরও পড়ুন: Nawaz Sharif: চিকিৎসার জন্য লন্ডনে, আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদেন নওয়াজ শরিফের

কিন্তু ভর্তি হলেও যদি কারোর পক্ষে এই কোর্সে (Course) পাশ করা সম্ভব না হয় তাহলে কী হবে? সে জবাবও দিয়েছেন মন্ত্রী এফেন্দি। জানিয়েছেন, এই কোর্স পাশ না করলে করা যাবে না বিয়ে।