Indonesia Floods: ভয়াবহ বন্যায় ধসে যাচ্ছে গোটা এলাকা, হুড়মুড়িয়ে ভাঙছে বাড়িঘর; মৃত্যু ১৩ জনের

উপদ্রুত এলাকা থেকে স্থানীয়দের ক্রমাগত সরানো হচ্ছে। কোনওভাবে যাতে আর প্রাণহানির ঘটনা না ঘটে, সে বিষয়ে তৎপর প্রশাসন। জিনহুয়ার খবর অনুশারে ডেলি সেরডাংয়ের পরিস্থিতি ভয়াবহ।

Flood (Photo Credit: X)

দিল্লি, ২৫ নভেম্বর: ইন্দোনেশিয়ায় (Indonesia) ভয়াবহ বন্যা (Flood)। ইন্দোনেশিয়ায় উত্তর সুমাত্রায় ভয়াবহ বন্যা এবং ভূমিধসের (Landslide) জেরে পরপর ১৩ জনের মৃত্যুর খবর মিলছে। পাশাপাশি ১৮ জন আহত বলে খবর। হঠাৎ বন্যার জেরে ভূমিধস মানুষের ঘরবাড়ি যেমন ভেঙে পড়তে শুরু করে, তেমনি প্রাণহানির একাধিক খবর মেলে। ফলে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পরিস্থিতি নিয়ে ক্রমাগত চিন্তা বাড়তে শুরু করেছে সে দেশের প্রশাসনের।

রিপোর্টে প্রকাশ, উপদ্রুত এলাকা থেকে স্থানীয়দের ক্রমাগত সরানো হচ্ছে। কোনওভাবে যাতে আর প্রাণহানির ঘটনা না ঘটে, সে বিষয়ে তৎপর প্রশাসন। জিনহুয়ার খবর অনুশারে ডেলি সেরডাংয়ের পরিস্থিতি ভয়াবহ। সেখানে জলের স্রোতে পরপর ৪টি বাড়ি ভেঙে যায়। ফলে পরপর ৬ জনের মৃত্যু হয়। জলের স্রোতে ভেসে যান ওই ৬ জন। সেই সঙ্গে বেশ কয়েকজন আহতও হন বলে জানা যায়।

দেখুন বন্যায় কী পরিস্থিতি ইন্দোনেশিয়ায়...

 

কারো রিজেন্সিতে আরও ৭ জনের মৃত্যু হয় বাড়ি ধসে। আহত হন আরও ৯ জন। ফলে উত্তর সুমাত্রা থেকে একের পর এক আহত এবং  নিহতর খবর আসতে শুরু করেছে।

তবে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক হবে না। আবহাওয়া পরিবর্তনের জেরে আরও বেশ কয়েকদিন একই পরিস্থিতির মুখে মানুষকে পড়তে হবে বলে খবর।