Murder Case: পণের জন্য পরিবারকে চাপ স্বামীর, ব্রিটেনে রহস্যমৃত্যু ২৪ বছরের যুবতীর

চলতি বছরের ২২ মার্চ সাত পাকে বাঁধা পড়েন পঙ্কজ এবং হর্ষিতা। দু'জনেই দিল্লির বাসিন্দা। বিয়ের পরই স্বামীর হাত ধরে বিদেশে যান হর্ষিতা।

হর্ষিতা বেল্লা এবং পঙ্কজ লাম্বা (ছবিঃX)

নয়াদিল্লিঃ ব্রিটেনে গাড়ির ভিতর থেকে উদ্ধার যুবতীর মৃতদেহ (Dead Body)। অভিযোগের তীর স্বামীর(Husband) দিকে। মৃতার পরিবারের অভিযোগ পণের জন্য খুন করা হয়েছে ২৪ বছরের হর্ষিতা বেল্লাকে। জানা গিয়েছে, ব্রিটেনে থাকত ওই দম্পতি। স্বামী পঙ্কজ লাম্বার গাড়ি থেকেই উদ্ধার হয় ওই যুবতীর দেহ। চলতি বছরের ২২ মার্চ সাত পাকে বাঁধা পড়েন পঙ্কজ এবং হর্ষিতা। দু'জনেই দিল্লির বাসিন্দা। বিয়ের পরই স্বামীর হাত ধরে বিদেশে যান হর্ষিতা। বিয়ের আট মাসের মাথায় হর্ষিতার রহস্য মৃত্যুতে একাধিক প্রশ্ন দানা বাঁধছে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী পঙ্কজ। এই বিষয়ে হর্ষিতার দিদি সোনিয়া সংবাদসংস্থা এএনআইকে বলেন, "বিয়েতে প্রচুর পরিমাণে পণ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও সন্তুষ্ট ছিল না পঙ্কজের পরিবার। ব্রিটেন থেকে পণের জন্য চাপ দিত পঙ্কজ।" অন্যদিকে নটিংহ্যামশায়ার পুলিশ জানিয়েছে, গত ১০ নভেম্বর খুন হন হর্ষিতা । ওইদিন রাতে স্বামীর সঙ্গে তাঁকে কর্বি অঞ্চলের পাশের লেকের ধারে হাঁটতে দেখা গিয়েছিল। সেখান থেকে ১৪৫ কিলোমিটার দূরে পূর্ব লন্ডনে গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় তাঁর দেহ।

পণের জন্য পরিবারকে চাপ স্বামীর, ব্রিটেনে রহস্যমৃত্যু ২৪ বছরের যুবতীর