নেপালে পাহাড় থেকে পড়ে মৃত ভারতীয় পর্যটক
নেপালে পাহাড়ে ওঠার সময়ে পড়ে গিয়ে মৃত্যু হল একজন ভারতীয় পর্যটকের। দুর্ঘটনাটি ঘটেছে নেপালের পূর্বপ্রান্তে অবস্থিত পাঞ্চথার জেলায়।
কাঠমাণ্ডু: নেপালে (Nepal) পাহাড়ে (Hill) ওঠার সময়ে পড়ে গিয়ে (Falling off) মৃত্যু হল (died) একজন ভারতীয় পর্যটকের (Indian Tourist)। দুর্ঘটনাটি ঘটেছে নেপালের (Nepal) পূর্বপ্রান্তে অবস্থিত পাঞ্চথার জেলায় (Panchthar District)।
নেপাল পুলিশ সূত্রে এপ্রসঙ্গে রবিবার জানানো হয়, মৃত ৩৪ বছরের ওই যুবকের নাম কেশব গুরুং। সিকিমের বাসিন্দা (Resident of Sikim) ওই ভারতীয় নাগরিক শনিবার রাতে নেপালের পূর্বপ্রান্তে অবস্থিত ছিওয়া ভানজঙ্গ (Chiwa Bhanjyang) থেকে পাহাড়ি রাস্তা ধরে ফিরছিলেন। সেই সময় আচমকা পাহাড়ে থেকে পড়ে মারা যান। নেপালি নববর্ষ উদযাপনের (Nepalese New Year) জন্য তিনি ভারত থেকে এসেছিলেন।
বিক্রম যুগের ক্যালেন্ডার অনুযায়ী গত শুক্রবার নেপালি নববর্ষ পালিত হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে চার বন্ধুর সঙ্গে ছিওয়া ভানজঙ্গ ঘুরতে এসেছিলেন কেশব।
স্থানীয় ডিএসপি হরি কাঠিওয়াদা জানান, পুলিস কর্মীদের একটি ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার তদন্ত করছেন।