PM Modi's Egypt Tour: আগামীকাল মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি

আমেরিকার সফর শেষ হচ্ছে আজকেই। এরপরই শনিবার শুরু হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিশর সফর। দুদিনের এই সফরে মিশরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনার ফাঁকে মোদি দেখতে যাবেন ১১ শতকে তৈরি হওয়া বিখ্যাত আল হাকিম মসজিদও।

ফাইল ফটো (Photo Credits: ANI)

কায়রো: আমেরিকার (USA) সফর শেষ হচ্ছে আজকেই। এরপরই শনিবার শুরু হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian Prime Minister Narendra Modi) মিশর সফর (Egypt tour)। দুদিনের এই সফরে মিশরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কূটনৈতিক আলোচনার ফাঁকে মোদি দেখতে যাবেন ১১ শতকে তৈরি হওয়া বিখ্যাত আল হাকিম মসজিদও (Al-Hakim Mosque)।

সূত্রের খবর, মিশরের রাজধানী কায়রোতে (Cairo) সফরের প্রথম দিন সরকারি কাজগুলি সারবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার পরের দিন প্রথমেই তিনি দেখতে যাবেন পুরাকীর্তির অসামান্য নিদর্শন আল হাকিম মসজিদ দেখতে। সেখানে তাঁর প্রায় আধঘণ্টা সময় কাটানোর কথা রয়েছে।

কায়রোর এই ঐতিহাসিক ও বিখ্যাত মসজিদটি ১৬ তম ফতিমিদ খালিফা আল হাকিম বি-আমের আল্লা (৯৮৫-১০২১) নামে নামকরণ করা হয়েছিল। তবে মসজিদ তৈরি করেছিলেন তাঁর বাবা খালিফা আল আজিজ বিল্লা। বিশ্বখ্যাত এই মসজিদটি তৈরির কাজ শুরু হয়েছিল ১০ শতকে ৯৯০ সালে। আর এটি ১০১৩ সালে সমাপ্ত হয়েছিল আল হাকিমের আমলে।

এই মসজিদটি আল আনওয়ার নামেও খ্যাত। সংস্কারের জন্য দীর্ঘদিন বন্ধ ছিল শতাব্দী প্রাচীন আল হাকিম মসজিদটি। দীর্ঘ ৬ বছর পর সম্প্রতি সেটি চালু হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহ এল-সিসির আমন্ত্রণে দু-দিনের মিশর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯৭ সালের পর এই প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে যাচ্ছেন। এর ফলে দু দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আরও পড়ুন: PM Modi's US Visit: আমেরিকানরাও নাটু নাটুর ধুনে নাচছেন, হোয়াইট হাউসের ডিনারের পর বাইডেনকে পাশে নিয়ে বললেন মোদী



@endif