Danish Siddiqui Death Controversy: ভারতীয় জেনেই দানিশ সিদ্দিকির দেহ বিকৃত করেছে তালিবান, তুঙ্গে বিতর্ক

আফগান সেনার সঙ্গে তালিবানের গুলির লড়াইয়ের মাঝে পড়ে বেশ কয়েক দিন আগেই প্রাণ হারিয়েছেন ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি (Danish Siddiqui)৷ আফগান সেনার দাবি তালিবানরাই দানিশ সিদ্দিকিকে হত্যা করেছে৷

দানিশ সিদ্দিকি (Photo Credits: Social Media)

কাবুল, ২২ জুলাই: আফগান সেনার সঙ্গে তালিবানের গুলির লড়াইয়ের মাঝে পড়ে বেশ কয়েক দিন আগেই প্রাণ হারিয়েছেন ভারতীয় চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি (Danish Siddiqui)৷ আফগান সেনার দাবি তালিবানরাই দানিশ সিদ্দিকিকে হত্যা করেছে৷ তালিবানদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় দানিশের দেহ৷ তবে মত্যুর পরেও তালিবানের রোষের হাত থেকে রেহাই পায়নি চিত্র সাংবাদিকের দেহ৷ যখনই তালিবানরা জানতে পারে দানিশ ভারতীয় সাংবাদিক তখন বিশেষ ঘৃণাবশত তাঁর দেহটি ক্ষতবিক্ষত করে দেওয়া হয়৷ মৃতদেহের মাথা উপরে দিয়ে চলে যায় তালিবানের গাড়ির চাকা৷ যদিও বছর ৩৮-এর দানিশ সিদ্দিকির মৃত্যুর দায় স্বীকার করেনি তালিবান৷ বরং বলেছে, সাংবাদিকদের সঙ্গে তাদের সম্পর্ক ভাল৷ দানিশ সিদ্দিকির উচিত ছিল কন্দহর পৌঁছে তালিবানদের সঙ্গে যোগাযোগ করা৷   আরও পড়ুন-Odisha: গৃহস্থের দরজায় গোখরো, পথ রোধ করে দাঁড়াল বিড়াল

গত শুক্রবার তালিবানের তরফ থেকে দানিশ সিদ্দিকির ক্ষতবিক্ষত দেহ রেড ক্রসের আন্তর্জাতিক সোসাইটির হাতে তুলে দেওয়া হয়৷ রয়টার্সের চিত্র সাংবাদিক ছিলেন পুলিৎজার পুরস্কারজয়ী দানিশ সিদ্দিকি৷ দানিশের মৃত্যুর সাফাই দিতে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে ফোনে তালিবানের মুখপাত্র মৌলানা ইউসুফ আহমাদি জানান, “আমরা দানিশকে মারিনি। তিনি শত্রুপক্ষের বাহিনীর সঙ্গে ছিলেন। কোনও সাংবাদিক যদি এখানে এসে থাকেন, তাঁর উচিত আমাদের সঙ্গে কথা বলা। আমরা নিয়মিত সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।”

উল্লেখ্য, আফগানিস্তানের কন্দহরের স্পিন বোল্দাকে সেনা এবং তালিবানের গুলিযুদ্ধের মধ্যে পড়ে গত বৃহস্পতিবার রাতে প্রাণ হারিয়েছেন দানিশ সিদ্দিকি৷ আফগানিস্তানের সেনাবাহিনীর বিশেষ শাখা ‘আফগান স্পেশাল ফোর্সেস’-এর সঙ্গে ঘুরছিলেন তিনি৷ সেই সময়েই তালিবানদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান দানিশ৷