Jay Bhattacharya: আমেরিকানদের স্বাস্থ্যের হাল ফেরাবেন বাঙালি চিকিৎসক জয় ভট্টাচার্য, বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প
চিকিৎসক জয় ভট্টাচার্যকে পছন্দ করে কার্যত উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প। মানুষকে বাঁচাতে এবং স্বাস্থ্য সংক্রান্তে যে কোনও বিষয়ে চিকিৎসক জয় ভট্টাচার্যের পরামর্শ এবং তাঁর নির্দেশ আমেরিকার নাগরিকদের স্বাস্থ্যের হাল আরও শক্ত করে ধরবে বলে মন্তব্য করেন সদ্য দ্বিতীয়বার মার্নিক মুলুকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প।
দিল্লি, ২৭ নভেম্বর: ফের ভারতীয় বংশোদ্ভুদকে গবেষক (Indian-American Scientist ) বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার বাঙালি চিকিৎসক জয় ভট্টাচার্যকে (Jay Bhattacharya )বেছে ন্যাশানাল ইনস্টিটিউটট অফ হেলথ-এর মাথায় বসালেন ট্রাম্প। ট্রাম্পের প্রথম সারির প্রশাসনিক সংস্থায় এই প্রথম কোনও ভারতীয়-আমেরিকান জায়গা পেলেন। চিকিৎসক জয় ভট্টাচার্যকে পছন্দ করে কার্যত উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প। মানুষকে বাঁচাতে এবং স্বাস্থ্য সংক্রান্তে যে কোনও বিষয়ে চিকিৎসক জয় ভট্টাচার্যের পরামর্শ এবং তাঁর নির্দেশ আমেরিকার নাগরিকদের স্বাস্থ্যের হাল আরও শক্ত করে ধরবে বলে মন্তব্য করেন সদ্য দ্বিতীয়বার মার্নিক মুলুকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ভারতীয় বংশোদ্ভুদ জয় ভট্টাচার্যের সঙ্গে একযোগে কাজ করে আমেরিকানদের সুস্বাস্থ্যের অধিকারী করা হবে বলেও আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।
কে এই জয় ভট্টাচার্য?
জানা যাচ্ছে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হলেন বাঙালি জয় ভট্টাচার্য। পাশাপাশি ন্যাশানাল ব্যুরো অফ ইকনোমিকস রিসার্চের অ্যাসোসিয়েট হিসেবেও কর্মরত জয় ভট্টাচার্য।