India Recalls Canada Envoy: কানাডা থেকে হাই কমিশনার প্রত্যাহার ভারতের, ট্রুডোর দেশে ৪ লক্ষ ভারতীয় পড়ুয়াদের নিয়ে শঙ্কা

নাডা সরকার ভারতীয় রাষ্ট্রদূতকে নিজ্জর খুনে 'সন্দেহভাজন' বলে ঘোষণা করার পরই ক্ষুব্ধ হয়ে চরম সিদ্ধান্ত নিল ভারত।

Narendra Modi, Justin Trudeau (Photo Credit: Twitter/Instagram)

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে ভারতীয় রাষ্ট্রদূতের নাম উঠে আসে কানাডা সরকারের তদন্তে। কানাডা থেকে হাই কমিশনার, কুটনীতিবিদদের দেশে ফেরত আসার নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার। জাস্টিন ট্রুডোর দেশের সঙ্গে ভারতের সব রকম কুটনৈতিক সম্পর্ক বন্ধ হওয়ার পথে। বেশ কয়েক মাস ধরে এই ইস্যুতে মোদী ও ট্রুডো প্রশাসনের মধ্য়ে কার্যত ঠান্ডা যুদ্ধ চলছে।

ভারত থেকে ৮ লক্ষাধিক পড়ুয়া কানাডায় গিয়েছেন। সঙ্গে পেশাগত, জীবিকার কারণে সেখানে থেকে বহু ভারতীয়। ভারত সরকার হাই কমিশনারকে ডেকে নেওয়ায় কানাডায় বসবাসকারী ভারতের ছাত্রছাত্রীদের নিয়ে আশঙ্কা তৈরি হল।

কানাডার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক তলানিতে ভারতের

গত বছর জুনে পশ্চিম কানাডায় গুলি করে খুন করা হয় খালিস্তানী আন্দোলনের প্রধান নেতা হরদীপ সিং নিজ্জর-কে। কানাডা শুরু থেকেই এই খুনের পিছনে ভারতের প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগ করে আসছে। ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) এর প্রধান নিজ্জর খুনের তদন্তে নেমে খনি হিসেবে এক ভারতীয় এজেন্টের খোঁজ পায় বলে দাবি করে ট্রুডো প্রশাসন। নিজ্জর খুনে কানাডার ভারতীয় রাষ্ট্রদূতকে 'সন্দেহভাজন' অ্যাখা দেয় কানাডার তদন্তকারীরা।



@endif