India-Canada Row: দিল্লির 'নির্দেশ', ভারত থেকে কূটনীতিকদের সরানোর কাজ শুরু করেছে কানাডা

কানাডার সিটিভির খবর অনুযায়ী, দিল্লির বাইরে কূটনীতিকদের নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দিল্লি থেকে সিঙ্গাপুর বা কুয়ালালামপুরে নিয়ে গিয়ে রাখা হচ্ছে কানাডার কূটনীতিকদের।

Justin Trudeau, PM Narendra Modi (Photo Credit: Instagram)

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুন ইস্যুতে ভারত এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে টানাপোড়েন শুরু হয়েছে, সেই সময় দিল্লি থেকে কূটনীতিকদের সরাচ্ছে ওট্টাওয়া। রিপোর্টে প্রকাশ, ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে কূটনীতিকদের সরানোর কাজ শুরু করেছে কানাডা। আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে কানাডার যে ৪২ জন কূটনীতিককে সরানোর কথা জানায় দিল্লি, ওট্টাওয়া সেই কাজ শুরু করেছে বলে সূত্রের খবর।

কানাডার সিটিভির খবর অনুযায়ী, দিল্লির বাইরে কূটনীতিকদের নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। দিল্লি থেকে সিঙ্গাপুর বা কুয়ালালামপুরে নিয়ে গিয়ে রাখা হচ্ছে কানাডার কূটনীতিকদের। প্রসঙ্গত কূটনৈতিক সঙ্কট মেটাতে ভারতের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে চান কানাডার বিদেশমন্ত্রী। যদিও সে বিষয়ে দিল্লির তরফে পালটা কোনও মন্তব্য করা হয়নি।



@endif