Pakistan on Hafeez Saeed: মুম্বই হামলার সন্দেহভাজন জঙ্গি হাফিজ সইদকে দেশে ফিরিয়ে আনতে পাকিস্তানকে নির্দেশ ভারতের

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, কিছু নথি-সহ পাক মদতপুষ্ট সইদকে প্রত্যর্পণের আবেদন সম্প্রতি ইসলামাবাদে পাঠানো হয়েছে

Hafeez Saeed (Photo Credit: TheAncientFuture/ X)

নয়াদিল্লি: ২০০৮ সালের মুম্বই হামলার মূল অভিযুক্ত হাফিজ সইদকে (Hafeez Saeed) ভারতে প্রত্যর্পণের জন্য পাকিস্তানকে অনুরোধ করেছে ভারত। তবে দু'দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই বলে শুক্রবার নিশ্চিত করেছে পাকিস্তান। ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড ও রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি হাফিজ সইদকে একাধিক জঙ্গি মামলায় খুঁজছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি। শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) জানান, কিছু নথি-সহ পাক মদতপুষ্ট সইদকে প্রত্যর্পণের আবেদন সম্প্রতি ইসলামাবাদে পাঠানো হয়েছে। নয়াদিল্লিতে সাংবাদিকদের বাগচি বলেন, আমরা পাকিস্তান সরকারকে একটি অনুরোধ জানিয়েছি। পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মমতাজ জাহরা বালোচ (Mumtaz Zahra Baloch) জানিয়েছেন, 'তথাকথিত টাকার হের-ফের মামলায়' সইদের প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন পেয়েছেন। তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি নেই। Prime Ministerial Candidate Nawaz Sharif: চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্ধিতা করতে চলেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ (দেখুন টুইট)

নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের কোনও প্রত্যর্পণ চুক্তি নেই। তবে বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিরা বলছেন, এ ধরনের ফ্রেমওয়ার্ক চুক্তি ছাড়াও প্রত্যর্পণ সম্ভব। কট্টরপন্থী মৌলবি সইদকে ২০১৯ সালের জুলাইয়ে গ্রেফতার করে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সন্ত্রাসে অর্থ দানের দুটি মামলায় ২০২২ সালের এপ্রিলে সন্ত্রাসবিরোধী আদালত তাকে ৩৩ বছরের কারাদণ্ড দেয়। ২৬/১১ মুম্বই হামলায় জড়িত থাকার অভিযোগে সইদকে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালের ২৬ নভেম্বর চার দিনব্যাপী এই হামলায় ১৬৬ জন নিহত ও ৩০০ জন আহত হয়।