Pakistan Attempts to Designate Four Indians as Global Terrorists: মাসুদ আজহারের বদলা, চার ভারতীয়কে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে উঠেপড়ে লেগেছে পাকিস্তান
পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করে (Jaish-e-Mohammed chief Masood Azhar's blacklisting) রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদীর তালিকায় ঢোকাতে সক্ষম হয়েছে ভারত। এই বদলা নিতেই এখন চার ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে চায় পাকিস্তান। আর এই কাজে তারা পাশে পেয়েছে চিনকে। বন্ধু চিন পাকিস্তানকে এব্যাপারে সর্বতোভাবে সহায়তার ইঙ্গিত দিয়েছে। তাই ইটের বদলে পাটকেল মারতে তৎপর হয়ে উটেছে ইমরান খানের সরকার। পাকিস্তান যে চার ভারতীয়কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় ঢোকানোর চেষ্টা করছে, সেই বিষয়ে নিশ্চিত খবর পেয়েছে সাউথ ব্লক ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।
নতুন দিল্লি, ২১ নভেম্বর: পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে কালো তালিকাভুক্ত করে (Jaish-e-Mohammed chief Masood Azhar's blacklisting) রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদীর তালিকায় ঢোকাতে সক্ষম হয়েছে ভারত। এই বদলা নিতেই এখন চার ভারতীয় নাগরিককে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে চায় পাকিস্তান। আর এই কাজে তারা পাশে পেয়েছে চিনকে। বন্ধু চিন পাকিস্তানকে এব্যাপারে সর্বতোভাবে সহায়তার ইঙ্গিত দিয়েছে। তাই ইটের বদলে পাটকেল মারতে তৎপর হয়ে উটেছে ইমরান খানের সরকার। পাকিস্তান যে চার ভারতীয়কে রাষ্ট্রপুঞ্জের সন্ত্রাসবাদী তালিকায় ঢোকানোর চেষ্টা করছে, সেই বিষয়ে নিশ্চিত খবর পেয়েছে সাউথ ব্লক ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। এই চার জন হলেন অন্ধ্রপ্রদেশের আপ্পাজি আঙ্গারা, ওড়িশার গোবিন্দ পট্টনায়েক দুগ্গিভালাসা, অজয় মিস্ত্রি এবং বেণুমাধব ডোঙ্গারা।
জানা গিয়েছে, এই চারজনই আফগানিস্তানে কর্মরত। পাকিস্তান যে এদের নিশানা করেছে তা জানতে পেরে চারজনকেই দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ভারত। কাবুলের একটি ব্যাংকে সফটওয়্যার ডেভলপার হিসেবে কাজ করতেন আপ্পাজি আঙ্গারা (Appaji Angara)। তাঁর বিরুদ্ধে ২০১৭-য় লাহোরের মল রোডে সন্ত্রাসবাদী হামলার অভিযোগ এনেছে পাকিস্তান। গোবিন্দ পট্টনায়েকের (Gobinda Patnaik) বিরুদ্ধে পাক রাজনীতিক সিরাজ রাইসানির ওপর হামলার অভিযোগ রয়েছে। এদের আফিগানিস্তান থেকে দেশে না ফেরালে আইএসআই এদের অপহরণ করে পাকিস্তানে নিয়ে যেত বলে সন্দেহ ভারতের। আরও পড়ুন-Indian Man Faces Trial in US: আফগানিস্তানে মার্কিন তরুণীকে ধর্ষণের চেষ্টা, ধৃত ভারতীয়কে সাজা শোনাবে ওয়াশিংটনের ফেডালের জাজ
অন্যদিকে আরও দুই ভারতীয় অজয় মিস্ত্রি (Ajoy Mistry) ও বেণুমাধব ডোঙ্গারা (Venu Madhav Dongara) গত অক্টোবর মাসেই আফগানিস্তান থেকে সরিয়ে আনে ভারত। সেপ্টেম্বরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের অভিযোগ এনেছিল পাকিস্তান। তারপর অজও বেণুমাধবকে আফগানিস্তানে রাখার ক্ষেত্রে কোনওরকম দুঃসাহস দেখায়নি নয়াদিল্লি। মূলত গত মে মাসে মাসুদ আজহার আন্তার্জাতিক সন্ত্রাসবাদী হিসেব কালো তালিকাভুক্ত হয়েছে। ভারতের প্রচেষ্টাতেই এই কাজ সম্ভব হওয়ার পর থেকে প্রতিশোধস্পৃহায় ফুঁসছিল পাকিস্তান। ডোঙ্গারা ও মিস্ত্রিকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ভারতকে শায়েস্তা করতে চেয়েছিল। তবে তার আগেই তাঁদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে কেন্দ্রীয় সরকার।