'Howdy, Modi!': বাংলা বলে চমকে দিলেন নরেন্দ্র মোদি, প্রধানমন্ত্রী বললেন, 'সব খুব ভাল'
কেন্দ্রীয় সরকার হিন্দিকে গোটা দেশের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগে যখন দেশের বিরোধীরা সোচ্চার। তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসে 'হাউডি মোদি'-র মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের ভাষা বৈচিত্রকে দেশের গর্ব বলে উল্লেখ করলেন।
নয়া দিল্লি, ২৩ সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকার হিন্দিকে গোটা দেশের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগে যখন দেশের বিরোধীরা সোচ্চার। তখন আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসে 'হাউডি মোদি'-র মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের ভাষা বৈচিত্রকে দেশের গর্ব বলে উল্লেখ করলেন। ভাষা বৈচিত্রকে সম্মান করার কথা বোঝাতে প্রধানমন্ত্রী এদিনের মঞ্চে দেশের নানাভাষায় কথা বলেন। বাংলায় মোদি বললেন, বাংলায় বলেন, 'সব খুব ভাল।'
হাউডি মোদির মঞ্চের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা যদি জিজ্ঞাসা করেন হাউডি মোদি? আমি বলব ভারতে সব ভাল আছে।' এর পরই এই কথাটা বাংলা, মারাঠি, তামিল সহ মোট আটটা ভারতীয় ভাষায় বলেন তিনি। বাংলায় মোদি বললেন, 'সব খুব ভাল।'আরও পড়ুন-ভগবান রামের নামে হত্যা হিন্দু ধর্মের অপমান : শশী থারুর
মার্কিন মুলুকে 'হাউডি মোদি'র মঞ্চ মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। হাউস্টনের এনআরজি স্টেডিয়ামে একেবারে ভিড়ে ঠাসা মঞ্চে কখনও পাকিস্তানকে আক্রমণ, তো কখনও দেশের ভাষা বৈচিত্র্যের কথা বললেন। মোদি বোঝালেন মার্কিন সফরে তিনি মন জিততে এসেছেন। সংবিধানের ৩৭০ ধারা রদের প্রক্রিয়া নিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে মোদি সাফ জানালেন, জম্মু-কাশ্মীরের মানুষের ভালই জন্যই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসবাদে মদত দেওয়া পাকিস্তানকে বিদ্ধ করেন মোদির সেই স্বভাব সিদ্ধ ভাষণ আর শরীরী ভাষায়।
হাউডি মোদি-র মঞ্চে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে উচ্ছ্বসিত। তবে ট্রাম্প নন, সব আলো কাড়লেন মোদি। ডেমোক্র্যাটদের গড় হিসাবে পরিচিত টেক্সাসে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন করলেন মোদি।