Imran Khan House: চিন্তায় ইমরান খান! সকালে কনভয়ে দুর্ঘটনার পর এখন লাহোরে ইমরান খানের বাড়ির গেট ভেঙে ঢুকল পুলিশ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ টুইট করে বলে, "পঞ্জাব পুলিশ এখন চেয়ারম্যানের (ইমরান খান) বাড়িতে ঢোকার চেষ্টা করছে যেখানে শুধু বুশরা বিবিই আছেন। সামরিক আইনেও এই ধরনের কাজ দেখতে পাওয়া যায় না।"

Police Entered Imran House Photo Credit: Twitter@ANI

শনিবার সকালে ইমরান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার পরেই তাঁর বাড়িতে ঢুকে পড়ে পুলিশ। বাড়ির চত্বরেই দলীয় কর্মীদের শিবির তৈরি হয়েছিল। সেই শিবির উচ্ছেদ করাই ছিল পুলিশের লক্ষ্য।এরপরেই ইমরানের লাহোরের বাড়ির পাঁচিল ভেঙে ঢুকে পড়ে পঞ্জাব প্রদেশের পুলিশ। বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয় ২০ জন পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ (পিটিআই) কর্মীকে।পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান পুলিশের এই পদক্ষেপকে তীব্র ধিক্কার জানিয়েছেন। তিনি টুইট করে বলেন-

"পাঞ্জাব পুলিশ জামান পার্কে আমার বাড়িতে হামলা চালিয়েছে যেখানে বুশরা বেগম একা আছেন। কোন আইনের অধীনে তারা এটা করছে? এটি লন্ডন পরিকল্পনার অংশ যেখানে পলাতক নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ টুইট করে বলে, "পঞ্জাব পুলিশ এখন চেয়ারম্যানের (ইমরান খান) বাড়িতে ঢোকার চেষ্টা করছে যেখানে শুধু বুশরা বিবিই আছেন। সামরিক আইনেও এই ধরনের কাজ দেখতে পাওয়া যায় না।"

Islamabad-police-breaks-into-Imran khan -residence-in-lahore, Under what law are they doing this? says Imran khan



@endif