Imran Khan Arrested: পাকিস্তানে গ্রেফতার হতে পারেন যে কোনও মুহূর্তে, জামিন নিতে হল ইমরান খানের স্ত্রী বুশরাকে

আল কাদির ট্রাস্ট-সহ একাধিক মামলায় জামিন পেয়ে নিজের বাসভবনে ফিরে ইমরান খান একের পর এক ট্যুইট করে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে। ইমরান খান অভিযোগ করেন, রাষ্ট্রদ্রোহী মামলায় তাঁকে অভিযুক্ত করার চেষ্টা চলছে।

Imran Khan, Bushra Bibi (Photo Credit: Twitter)

দিল্লি, ১৫ মে: গ্রেফতারির ভয়ে এবার জামিন নিতে হল ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে (Bushra Bibi) । লাহোর আদালতের তরফে সোমবার পিটিআই প্রধান ইমরান খানের (Imran Khan) স্ত্রী বুশরার জামিনের আবেদন মঞ্জুর করা হয়। গ্রেফতারির ভয়ে তড়িঘড়ি জামিন নেওয়ায় আগামী ২৩ মে পর্যন্ত বুশরা বিবিকে গ্রেফতার করা যাবে না বলে খবর।

এদিকে আল কাদির ট্রাস্ট-সহ একাধিক  মামলায় জামিন পেয়ে নিজের বাসভবনে ফিরে ইমরান খান একের পর এক ট্যুইট করে শেহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে। ইমরান খান বলেন, রাষ্ট্রদ্রোহী মামলায় তাঁকে অভিযুক্ত করার চেষ্টা চলছে। পাকিস্তানের সেনা বাহিনী চাইছে, আগামী ১০ বছরের জন্য তাঁকে জেলে ঢোকাতে। এমন অভিযোগেও সরব হন ইমরান খান। ইমরান খানের পাশাপাশি তাঁর বর্তমানে স্ত্রী বুশরা বিবিকেও কীভাবে জেলে ভরা যায়, সেই পরিকল্পনা করছে পাক সরকার এবং সেনা বাহিনী। পিটিআই প্রধানকে এমনব বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় ট্য়ুইটে।

আরও পড়ুন: Imran Khan: ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জেলে ঢোকাতে চাইছে পাক সরকার, বিস্ফোরক দাবি প্রাক্তন প্রধানমন্ত্রীর

বুশরা বিবিকে জেলে ঢুকিয়ে তাঁর উপর অত্যাচার করার পরিকল্পনা করছে পাক সরকার। এমন দাবি করেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ওই আশঙ্কার পরই লাহোর আদালত থেকে আগেভাগে জামিন নেন ইমরান-পত্নী বুশরা বিবি।