Imran Khan Arrest: ইমরানের গ্রেফতারিতে জ্বলছে পাকিস্তানের পাঞ্জাব, সরকারি সম্পত্তিতে আগুন, লুটপাট, আহত ১৩০ পুলিশ কর্মী

বুধবার সকাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ উত্তাল হতে শুরু করলে, পুলিশের সঙ্গে পিটিআই কর্মী, সমর্থকদের হাতাহাতি শুরু হয়। যার জেরে এখনও পর্যন্ত ১৩০ জন পুলিশ কর্মী আহত বলে খবর।

Imran Khan Arrest (Photo Credit: Twitter)

দিল্লি, ১০ মে: ইমরান খানের গ্রেফতারির পর থেকে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রীর গ্রেফতারির পর পিটিআইয়ের কর্মী, সমর্থকরা বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন ধরাতে শুরু করেন। সরকারি সম্পত্তির পাশাপাশি গাছেও আগুন দিতে শুরু করেন ইমরান অনুগামীরা। ইমরান খানের গ্রেফতারির পর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে কার্যত আগুন জ্বলছে। ফলে পাঞ্জাব প্রদেশে সোনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়রা যাতে নিরাপদ আশ্রয়ে সরে যান, সেই আবেদন করা হয় প্রশাসনের তরফে।

 

আরও পড়ুন: Imran Khan Arrest: 'ন্যাশনাল হিরো' ইমরান খানকে এভাবে হেনস্থা করা হচ্ছে? ক্ষোভ উগরে দিলেন শোয়েব আখতার

জানা যাচ্ছে, বুধবার সকাল থেকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ উত্তাল  হতে শুরু করলে, পুলিশের সঙ্গে পিটিআই কর্মী, সমর্থকদের হাতাহাতি শুরু হয়। যার জেরে এখনও পর্যন্ত ১৩০ জন পুলিশ কর্মী আহত বলে খবর। যা নিয়ে উদ্বেগ ছড়াতে শুরু করলেই, পাক পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েন করা হয় প্রশাসনের তরফে।

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার ইমরান কানের গ্রেফতারির পর সবচেয়ে অশান্ত হয়ে ওঠে পাঞ্জাব প্রদেশ। পাক পাঞ্জাবে এখনও পর্যন্ত ২৫টি পুলিশের গাড়িতে আগুন ধরানো হয়। সেই সঙ্গে ১৪টি সরকারি ভবনে লুটপাট চালান পিটিআইয়ের কর্মী সমর্থকরা।