Recession In One-third Global Economy: ভয়ানক অর্থনৈতিক মন্দার কবলে পড়তে চলেছে বিশ্ব, সতর্ক করলেন IMF প্রধান
কয়েক মাসের মধ্যে জিরো কোভিড পলিসির জন্য চিনের হাল খুব খারাপ হতে চলেছে। তাদের বৃদ্ধি কমে যাবে। যার খারাপ ফলের প্রভাব পড়বে এই অঞ্চলে তথা গোটা বিশ্বে।
ওয়াশিংটন: নতুন বছরের শুরুতেই বিশ্ববাসীর উদ্দেশ্য খুবই ভয়াবহ এক বার্তা দিলেন আন্তর্জাতিক অর্থ তহবিল (International Monetary Fund) বা আইএমএফের প্রধান (chief) ক্রিস্টালিনা জর্জিভা (Kristalina Georgieva)। পরিষ্কার জানিয়ে দিলেন, গত বছরের থেকেও ২০২৩ সালে আরও খারাপ (recession) হবে বিশ্বের অর্থনৈতিক অবস্থা (global economy)। আমেরিকা (U.S), ইউরোপীয় ইউনিয়নের (EU) দেশগুলি ও চিনের (China) অর্থনীতির হাল খারাপ হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হবে বলেও দাবি করেন তিনি।
ইংরেজি নববর্ষের প্রথমদিনেই আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমের 'ফেস দ্য নেশন' (Face the Nation) নামক অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিভা জানান, ১০ মাসের বেশি সময় ধরে চলা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ, ঘুরপাক খাওয়া মুদ্রাস্ফীতি, সুদের হারের অতিরিক্ত বৃদ্ধির পাশাপাশি ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে চিনে করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি বিশ্বের অর্থনৈতিক অবস্থার হাল খুব খারাপ করবে। এক-তৃতীয়াংশ অর্থনীতি মন্দার (Recession In One-third Global Economy) কবলে পড়বে। যার প্রভাব পড়বে গোটা বিশ্বের উপরেই।
এপ্রসঙ্গে তিনি বলেন, আমাদের আশঙ্কা বিশ্বের এক-তৃতীয়াংশ অর্থনীতি মন্দার কবলে পড়বে। ২০২৩ সাল, গতবছরের থেকে খারাপ হবে চিন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির অর্থনীতির কম বৃদ্ধির কারণে। এমনকী যে দেশগুলি মন্দার কবলে পড়বে না সেখানেও লক্ষ লক্ষ মানুষরা মন্দার ফল অনুভব করবে।
২০২২ সালের অক্টোবর মাসে গোটা বিশ্বের অর্থনীতি বৃদ্ধির হার নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছিল আইএমএফ। তাতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালে বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির হার যেখানে ৬ শতাংশ ছিল সেটা ২০২২ সালে ৩.২ শতাংশে পৌছঁয়। ২০২৩ সালে বৃদ্ধির হার আরও কমে ২.৭ শতাংশ হবে। যা ২০০১ সালের পর থেকে সবথেকে খারাপ হতে চলেছে। আরও পড়ুন: Air Arabia Flight: এয়ার আরবিয়া বিমানের সঙ্গে ঈগলের ধাক্কা, আচমকা উড়ান নামতে হল বিমানবন্দরে
সাক্ষাৎকারে এই বিষয়টি উল্লেখ করে চিনকে সতর্ক করেন ক্রিস্টালিনা জর্জিভা। কয়েক মাসের মধ্যে জিরো কোভিড পলিসির জন্য চিনের হাল খুব খারাপ হতে চলেছে। তাদের বৃদ্ধি কমে যাবে। যার খারাপ ফলের প্রভাব পড়বে এই অঞ্চলে তথা গোটা বিশ্বে।